ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের অনশন অব্যাহত

প্রকাশিত: ০৫:০৮, ৩০ জুন ২০১৮

  এমপিও ভুক্তির  দাবিতে  শিক্ষকদের  অনশন  অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকরা আমরণ অনশন অব্যাহত রেখেছেন। শুক্রবার ছিল অনশনের পঞ্চম দিন। জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তার বিপরীত পাশে গত ১০ জুন থেকে অবস্থান কর্মসূচী শুরুর পর ২৫ জুন থেকে অনশন শুরু করেন শিক্ষকরা। ইতোমধ্যেই অর্ধশতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়লেও শুক্রবার শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, স্বীকৃতি পাওয়া সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। আমরণ অনশন কর্মসূচীতে এ পর্যন্ত ৯২ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৬৯ জনকে স্যালাইন দেয়া হয়েছে, ১১ জনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় বলেছেন, সংসদে বাজেট পাশ হয়েছে। যদি আমাদের দাবি মেনে না নেয়া হয় তাহলে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে। যত ঝড়-তুফান আসুক না কেন আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। অনশনে থাকা শিক্ষকরা বলছেন, স্বীকৃতি পাওয়া সবকটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবেন। ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেছেন, আমরণ অনশনরত কোন শিক্ষকের মৃত্যুর দুঃসংবাদ শোনার আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি এমপিওভুক্তি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরণ অনশন অব্যাহত থাকবে। অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এমপিওভুক্তি স্পষ্ট ঘোষণা দিতে হবে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১৫ থেকে ২০ বছর বিনা বেতনে চাকরি করছেন। অনেকের আর চাকরি আছে মাত্র ৫ থেকে ১০ বছর। এ কারণে স্বীকৃতিপ্রাপ্ত কোনও শিক্ষাপ্রতিষ্ঠানকে আর অপেক্ষায় না রেখে বর্তমান সরকারের মেয়াদে এই সমস্যার সমাধান করতে হবে। এত বছর পর কোনক্রমে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আংশিক সমাধান সমীচীন হবে না।
×