ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে যুবক খুন

প্রকাশিত: ০৪:৫৫, ৩০ জুন ২০১৮

 কক্সবাজারে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে  যুবক খুন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে তানভির নামে এক যুবক খুন হয়েছে। শুক্রবার দুপুরে শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের পর কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকি জামশেদ দক্ষিণ রুমালিয়াছড়া এলাকায় কুশল বিনিময়ে যায়। স্থানীয় কিছু যুবকও কাউন্সিলর জামশেদের সঙ্গে ওই এলাকায় যায়। এ সময় স্থানীয় কিছু যুবক তাদের বাধা প্রদান করে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এএইচএম তানভির নামে এক যুবক ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়। তানভিরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। . গাজীপুরে প্রতিবন্ধীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে নিখোঁজের দু’সপ্তাহ পর গজারি বন থেকে মানসিক প্রতিবন্ধী এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হুমায়ুন (৩০)। সে শ্রীপুর উপজেলার টেংরা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। শ্রীপুর মডেল থানার এসআই আজহারুল ইসলাম জানান, গত ১৪ জুন খালার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে হুমায়ুন বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সাইটালিয়ার বৃন্দাবন এলাকার গজারি বনের একটি গাছে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো হুমায়ুনের অর্ধগলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। হুমায়ুন মানসিক প্রতিবন্ধী ছিল। . ফরিদপুরে কিশোরী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সালথায় রূপসী আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের আশ্রয়ণ কেন্দ্রের একটি ঘর থেকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেন ওই আশ্রয়ণ কেন্দ্রের নিবাসীরা। রূপসী ওই আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা আকু শেখের মেয়ে। সে দীর্ঘদিন ধরে পেটে ব্যথা রোগে ভুগছিল। রূপসীর মা নিহার বেগম বলেন, মেয়েটি দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিল। টাকার অভাবে মেয়েটিকে আমরা চিকিৎসা করাতে পারি নাই। বৃহস্পতিবার রাতে তার স্বামী খালে মাছ ধরতে গিয়েছিল আর আমি আমার স্বামীকে খাবার দিতে গিয়েছিলাম। রাত ১১টার দিকে ঘরে ফিরে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে ওড়না কেটে নামিয়ে তাৎক্ষণিকভাবে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। . নওগাঁয় স্কুলছাত্রী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শুক্রবার ভোরে নিয়ামতপুরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ইসমত আরা জান্নাত (১৫) নামে এক স্কুলছাত্রী। জান্নাত উপজেলার টিএলবি বাজারসংলগ্ন এমদাদুল হকের মেয়ে এবং সে দশম শ্রেণীর ছাত্রী। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে পরিবারের সকলের সঙ্গে খাবার খেয়ে জান্নাত তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও কোন সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে জান্নাত গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে সংবাদ দিলে শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। . বোয়ালমারীতে কৃষক সংবাদদাতা বোয়ালমারী, ফরিদপুর থেকে জানান, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে শুক্রবার সকালে গলায় ফাঁস নিয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা যায় পরমেশ্বরদী গ্রামের সেকেন খালাসীর ছেলে রতন খালাসী (৩৫) পারিবারিক কলহের জের ধরে শোয়ার ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ফাঁস নেয়। পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোরশেদ আলম তাকে মৃত ঘোষণা করেন। রতন পেশায় একজন কৃষক ছিলেন।
×