ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

না’গঞ্জের বন্দরে ওয়াসার পানি দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৫১, ৩০ জুন ২০১৮

 না’গঞ্জের বন্দরে ওয়াসার  পানি দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলাসহ বেশ কয়েকটি এলাকায় আবারও ওয়াসার পাম্প বিকল হয়ে পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। ওয়াসার পানি সরবরাহের দাবিতে শুক্রবার সহস্রাধিক এলাকাবাসী ঢাকা-মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। উপজেলার দাসেরগাঁও, চৌরাপাড়া, উত্তর লক্ষখোলা, দক্ষিণ লক্ষনখোলাসহ বেশ কয়েকটি মহল্লার মানুষ একত্রিত হয়ে ঢাকা-মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় রাস্তার দুইপাশে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে দ্রুত পাম্প মেরামত ও পানি সরবরাহের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেন। এলাকাবাসীর অভিযোগ, গত এক মাস ধরে উত্তর লক্ষনখোলা এলাকার ওয়াসার পানির পাম্প বিকল হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ তা মেরামতের উদ্যোগ নিচ্ছে না। এর কারণে পানির অভাবে সিটি কর্পোরেশনের দুইটি ওয়ার্ডের প্রায় ত্রিশ হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পানির অভাবে গোসল, থালা বাসন ধোয়া মোছাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে বিঘœ সৃষ্টি হচ্ছে। মসজিদের মুসল্লিরা পর্যন্ত পানির অভাবে ইবাদত বন্দেগী করতে পারছেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা কোন ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের ওয়াসার পানি সরবরাহ করা হয় উত্তর লক্ষণখোলা ওয়াসার পাম্প হাউস থেকে। প্রায় এক মাস ধরে পানির পাম্পটি বিকল হয়ে পড়ে আছে। কিন্তু ওয়াসা কর্তৃপক্ষ গত তিন দিন আগে মেরামত কাজ শুরু করে। সম্পূর্ণ মেরামত কাজ শেষ করতে আরও প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগবে বলে ওয়াসার একটি সূত্র জানিয়েছে। তবে মেরামত কাজের এই সময়ে ওয়াসার পক্ষ থেকে বিকল্প পানি সরবরাহ করার কথা থাকলেও যে পরিমাণে সরবরাহ করা হচ্ছে তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। গত ছয় মাস আগেও এই এলাকায় ওয়াসার পাম্প বিকল হয়ে পড়লে এলাকাবাসী প্রায় তিন মাস পানির সঙ্কটে পড়ে চরম দুর্ভোগের শিকার হন। পানির দাবিতে এলাকাবাসী টানা দুই মাস বিক্ষোভ কর্মসূচী পালন করলে সমস্যা সমাধান হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন জানান, সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫নং ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় গত ১০ দিন ধরে ওয়াসার পানির পাম্প বিকল হলে পড়লে পানির তীব্র সঙ্কট দেখা দেয়। পানি সরবরাহের দাবিতে সহস্রাধিক এলাকাবাসী একত্রিত হয়ে ঢাকা-মদনগঞ্জ-মদনপুর সড়কে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ সৃষ্টি করে। পরে আমরা গিয়ে পানি সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
×