ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় গোপন বৈঠক থেকে পাঁচ জামায়াত নেতাকর্মী আটক

প্রকাশিত: ০৪:৫০, ৩০ জুন ২০১৮

  সাতক্ষীরায় গোপন বৈঠক থেকে পাঁচ জামায়াত  নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জামায়াতের গোপন বৈঠককালে তিন উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। শুক্রবার সকালে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমীর শাহীন সরদারের বাড়িতে বৈঠক থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও কালিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিন, আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু মুছা তারিক ওরফে তুষার এবং সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সিটি কলেজের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম ও জামায়াত কর্মী খলিল ঢালীসহ পাঁচজন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, প্রতাপনগর গ্রামে জামায়াতের গোপন বৈঠক চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় শাহীন সরদারের বাড়ি থেকে তিন উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ পাঁচজনকে আটক করা হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদী বই-লিফলেট উদ্ধার করা হয়।
×