ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুটুল মামার দিন রাত সেবা

প্রকাশিত: ০৪:৩৮, ৩০ জুন ২০১৮

টুটুল মামার দিন রাত  সেবা

দরিদ্র, অসহায়, কন্যাদায়গ্রস্ত পিতা-মাতাকে চাহিদা অনুযায়ী আর্থিক সহযোগিতা থেকে শুরু করে অর্থাভাবে পড়াশোনা বন্ধ বরিশাল নগরীতে এখন আর এই কথার কোন ভিত্তি নেই। কারণ এখানে অসহায়দের সহযোগিতার জন্য ২৪ ঘণ্টা খোলা রয়েছে নিরব হোসেন টুটুল সবার প্রিয় টুটুল মামার দরজা। তার কাছে কেউ কোন আবদার কিংবা সমস্যা নিয়ে গিয়ে শূন্য হাতে ফিরেছেন এমন কোন নজির নেই। নিজ দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে তিনি অবলীলায় আপন করে কাছে টেনে সমস্যা সমাধানে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। দীর্ঘদিন থেকে নীরবে সবার মনে জায়গা করে নেয়া প্রচারবিমুখ ব্যক্তি নিরব হোসেন টুটুল দলের নেতাকর্মী, সমর্থকসহ অন্যদের সম্মান, স্নেহ আর মূল্যায়ন করে আগলে রেখেছেন। যে কারণে নীরবে সকলের ভরসার পাত্রে পরিণত হয়েছেন নিরব হোসেন টুটুল। দল অথবা দলের বাইরে আর্থিক কিংবা সামাজিক যে কোন বিপদ-বিপর্যয়ে নগরীতে সমাধান আর স্বস্তির একটি নাম ‘টুটুল মামা’। এ মহান ব্যক্তিটি ২০১৬ সালের ১৯ অক্টোবর কেন্দ্রের অনুমোদন পাওয়া বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি নগর আওয়ামী লীগের অঘোষিত ‘নিয়ন্ত্রক’! তবে এই নিয়ন্ত্রকের ব্যাখ্যা আধিপত্য বিস্তার নয়; বরং পরোপকারী আচরণ আর সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্বই তাকে এ আখ্যা দিয়েছে। সংগঠনের অনেক কর্মকা-ে জরুরী এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিনিয়র ও নীতি-নির্ধারকরাও তার মতামতের অপেক্ষায় থাকেন। ভরসা করেন উত্তম ফলাফল পাওয়ার বিষয়ে। এ কথা অকপটে হরহামেশাই শিকার করেছেন নগর আওয়ামী লীগের অধিকাংশ নেতা। সাংগঠনিক সফলতার মাপকাঠিতে পদের ভারসাম্য বজায় রেখে তিনি নিজেকে এতটাই সাবলীলভাবে মেলে ধরতে সক্ষম হয়েছেন যে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনগুলোর সবপর্যায়ের নেতাকর্মী এবং গোটা নগরের সকল শ্রেণী ও পেশার মানুষের অতিপরিচিত আর পছন্দের মুখে পরিণত হয়েছেন নিরব হোসেন টুটুল। তার সহনশীল মানসিকতা আর দক্ষ সাংগঠনিক কার্যক্রম ও দান-অনুদানের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন সকলের প্রিয় ‘টুটুল মামা’। -খোকন আহম্মেদ হীরা, বরিশাল থেকে
×