ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুরস্মৃতি সঙ্গীত একাডেমির যাত্রা শুরু

প্রকাশিত: ০৪:৩০, ৩০ জুন ২০১৮

 সুরস্মৃতি সঙ্গীত একাডেমির  যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ সুরস্মৃতি সঙ্গীত একাডেমির যাত্রা শুরু হয়েছে। সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র সুরস্মৃতি সঙ্গীত একাডেমির শুভ উদ্বোধন উপলক্ষে ইস্কাটনের বাংলাদেশ জাতীয় চার্চ পরিষদ মিলনায়তনে বুধবার এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন ইস্পহানী গালর্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মারুফী খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের অর্থ এবং প্রশাসন বিভাগের প্রধান রোনাল্ড রণি সমাদ্দার, সুরকার ও গীতিকার মিল্টন খন্দকার, সাভারের জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক, বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক সরণ সাহা, ইস্পহানী গালর্স স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য এ্যাডঃ খন্দকার মেহেবুব আলম, শিক্ষক বিলকিস বেগমসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরস্মৃতি সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং ইস্পহানী গালর্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক স্মৃতিকণা পাল। অনুষ্ঠানে জানানো হয় সুরস্মৃতি সঙ্গীত একাডেমিতে শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, দেশাত্ববোধক, আধুনিক, লোকসঙ্গীত, আধুনিক ও ছড়াগান বিষয়ে শিক্ষার্থীর প্রশিক্ষণ দেয়া। এ বিষয়ে শিক্ষার্থীদের ভর্তি করান হচ্ছে। এখন থেকে সপ্তাহে দুই দিন সোম ও মঙ্গলবার বিকেলে উল্লেখিত বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেবেন দেশের প্রখ্যাত প্রশিক্ষক ও শিল্পীরা। ইস্কাটনের বাংলাদেশ জাতীয় চার্চ পরিষদ মিলনায়তনে এসব ক্লাস পরিচালনা করা হবে। অদূর ভবিষ্যতে নৃত্য, চিত্রাঙ্কন, উপস্থাপনা, আবৃত্তিসহ অন্যান্য বিষয়ও একাডেমিতে সংযোজন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্মৃতিকণা পাল, পূজা দাস, প্রিয়ন্তি অধিকারী, প্রকৃতি, মাইশা, জারা, রাইদা, ফাতেমা, আলফি, উর্বি, মেধা, আরিবা, বৃন্তা, প্রযুক্তা, সুহিতা, নুবা, পিতু, ওয়াফিসহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন পূজা দাস ও প্রিয়ন্তি অধিকারী।
×