ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সারগাম’ অনুষ্ঠানে জানে আলম-অনিমা মুক্তি

প্রকাশিত: ০৪:২৯, ৩০ জুন ২০১৮

  ‘সারগাম’ অনুষ্ঠানে জানে আলম-অনিমা মুক্তি

সংস্কৃতি ডেস্ক ॥ বৈশাখী টিভির নিয়মিত গানের অনুষ্ঠান ‘সারগাম’। শুক্রবার রাতে অনুষ্ঠানের নতুন পর্ব প্রচার হয়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল ইসলাম প্রধান। এ পর্বের সঙ্গীত পরিবেশন করেন জানে আলম ও অনিমা মুক্তি গোমেজ। উপস্থাপনা করেন আফরিন অথৈ। অনুষ্ঠানে জানে আলমের কণ্ঠে ‘একটি গন্ধমের লাগিয়া’, ‘ইস্কুল খুইলাছেরে মওলা ইস্কুল খুইলাছে’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘দয়াল বাবা কেবলা কাবা’, ‘মন তুই চিনলিনারে’, ‘রসিক আমার মন বান্ধিয়া’, ‘আমার অন্তরায় আমার বাহিরায়’ এবং অনিমা মুক্তি গোমেজের কণ্ঠে ‘আমার গলার হার’, ‘উজান গাঙের নাইয়া’, ‘ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা’, ‘ও কি গাড়িয়াল ভাই’, ‘মানুষ ভজলি মানুষ হবি‘ গানগুলো পরিবেশন করেন।
×