ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে বালির আকাশ, বিমানবন্দর বন্ধ

প্রকাশিত: ০৪:২৬, ৩০ জুন ২০১৮

 আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে  বালির আকাশ,  বিমানবন্দর বন্ধ

মাউন্ট আগুং আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের কারণে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। দেশটির অন্যতম সক্রিয় এ আগ্নেয়গিরিটি গত বছরের শেষ দিক থেকেই মাঝে মাঝে ফুসে উঠছিল। বৃহস্পতিবার ফের অগ্ন্যুৎপাত শুরু“ হলে আগুং ও এর আশপাশের এলাকা ছাইয়ের মেঘে ঢেকে যায়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত বালি বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দেয়। -খবর বিবিসি। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ৪৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮ হাজার ৩৩৪ জন যাত্রী। গত বছর থেকেই উত্তর-পূর্ব বালিতে অবস্থিত মাউন্ট আগুংয়ের বিভিন্ন মাত্রার অগ্ন্যুৎপাতের দেখা মিলছিল। ডিসেম্বরে বড় ধরনের বিস্ফোরণের পর আগ্নেয়গিরিটির আশপাশে থাকা হাজার হাজার অধিবাসীদের সরিয়ে নেয়া হয়েছিল; বালি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল বেশ কয়েকদিন। বৃহস্পতিবার নতুন করে শুরু হওয়া অগ্ন্যুৎপাতের পর প্রায় আড়াই কিলোমিটার উচ্চতায় ছাইয়ের উপস্থিতি এবং আগ্নেয়গিরিটির জ্বালামুখে লালচে শিখা দেখতে পাওয়ার কথা জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানালেও সতর্কতার মাত্রা বাড়ানো হয়নি। ছাইয়ের মেঘের কারণে সমস্যা সৃষ্টি হতে পারে জানিয়েছে এলাকাটির আশপাশ দিয়ে উড্ডয়নের ক্ষেত্রে বিমানচালকদেরও সতর্ক করা হয়েছে। অগ্ন্যুৎপাতের ছাই এয়ারক্রাফটের ইঞ্জিন, জ্বালানি ও কুলিং সিস্টেমের ক্ষতি সাধন করতে পারে, তাই এয়ারলাইন্সগুলোকে মাউন্ট আগুং ও এর আশপাশের এলাকা এড়িয়ে ফ্লাইট পরিচালনা করতে বলা হয়েছে।
×