ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইসরাইল থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

প্রকাশিত: ০৪:২৪, ৩০ জুন ২০১৮

 ইসরাইল থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

ইসরাইলের কাছ থেকে ৫ শ’ মিলিয়ন ডলারের সাড়ে ৪ চার হাজার স্পাইক ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে ভারত। ক্ষেপণাস্ত্রগুলো ৮ শ’ মিটার থেকে আট কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইসরাইলের প্রতিরক্ষা সচিব মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) উদি এ্যাডামস ২ জুলাই ভারত সফরে নয়াদিল্লীতে আসবেন। তার ওই সফরের আগেই ভারত ক্ষেপণাস্ত্র কেনার চূড়ান্ত করতে চাচ্ছে। ইসরাইলের কূটনীতিক সূত্রে প্রকাশ, ক্ষেপণাস্ত্র কেনার চুক্তির বিষয়টি কেন্দ্রীয় মোদি সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। খবর ওয়েবসাইটের। ভারতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের আলোচনায় অংশ নিতে নয়াদিল্লীতে আসবেন উদি এ্যাডামস। ভারতীয় প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্রের সঙ্গে বৈঠকের একদিন পরে তিনি দেশে ফিরে যাবেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাত করবেন। ইসরাইলের কাছ থেকে ভারতের অস্ত্র আমদানির পরিমাণ বেড়েছে ২৮৫ শতাংশ। ২০১৭ সালের অস্ত্র রফতানি সংক্রান্ত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) রিপোর্টে ওই তথ্য প্রকাশ পেয়েছে। গণমাধ্যমে প্রকাশ, ইসরাইল এখন ভারতের তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হয়েছে।
×