ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দাউদ হায়দার

জার্মানির পরাজয়ে কিছু দৃশ্য

প্রকাশিত: ০৪:২২, ৩০ জুন ২০১৮

জার্মানির পরাজয়ে কিছু দৃশ্য

জার্মান পতাকা উধাও। বাড়ির ছাদে নেই, বারান্দায় নেই, জানালায় নেই। এমনকি গাড়িতেও নেই। দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে জার্মানির পরাজয়, জার্মানরা শোকে পাথর। মুখে কথা নেই, মুখ ভারি। চোখে জল ছলছল। এই দৃশ্য গতকাল থেকে। আজও। বার্লিনের কথা বলছি। জার্মানির অন্যসব শহরের কথা জানিনে। তবে খুব হেরফের নয় বোধ হয়। বার্লিনের বহুল প্রচারিত ট্যাবলয়েড দৈনিক ‘বি এজ’-এর শিরোনাম, ‘লিলিপুটের কাছে গালিভারের পরাজয়।’ দক্ষিণ কোরিয়ানরা গাগতরে উচ্চতায় পুঁচকে, জার্মানদের তুলনায়। বিশ্বকাপ ফুটবলে দক্ষিণ কোরিয়ার কাছে জার্মান দলের অপমানিত পরাজয়ে, গতকাল রাত থেকে ইলেকট্রনিক মিডিয়ায় তুলোধুনা শুরু হয়েছে। সংবাদপত্র আরও বেপরোয়া। ট্যাবলয়েড ‘বার্লিনার কুরিয়ার’-এর প্রথম পৃষ্ঠায় একটিও খবর নেই, কালো কালিতে ছাপা। দ্বিতীয় পৃষ্ঠায় (পাতা জুড়ে) ফাঁসির দড়ি। শিরোনাম ‘ঝুলে পড়ো।’ কোন ফুটবলারের ছবি নেই। দৈনিক ডি টাৎস দক্ষিণ কোরিয়াকে বলেছে ‘যথার্থ হিরো।’ পাশের বাড়ির এক দম্পতিকে (জার্মান) জিজ্ঞেস করলুম দুপুরে, ‘কেমন আছেন।’ উত্তর শুনি, ‘সকাল থেকে খাইনি। দক্ষিণ কোরিয়ার কাছে দুই গোল খেয়ে পেট ভরে গেছে, আর অ্যাপেটিট নেই।’ গতকাল রাতে, ব্রান্ডেনবুর্গ গেটের চত্বরে, ‘ফ্যান মাইলস্’-এ (৩ কিলোমিটার সড়কে পাঁচটি বিশাল স্ক্রিন। খেলা সরাসরি প্রদর্শিত। দুই লাখের বেশি দর্শক উপস্থিত। ৯৯ ভাগই জার্মান।) যারা খেলা দেখছিলেন, জার্মানির পরাজয়ের পরে, জার্মান দলকে সাপসাপান্ত নয় কেবল, অশ্লীল ভাষায় গালিগালাজও। কোচ ওয়াখিমলেড্যায়েভের ছবি পায়ের নিচে মাড়িয়ে কেউ কেউ প্রস্রাবও করেছে প্রকাশ্যে। বায়ার্ন-ডটমুন্ডের ফাইনাল খেলায় যে দল জয়ী এবং পরাজিত, সমর্থকরা পিপে পিপে ওয়াইন, বিয়ার খায়। পরাজিত ফ্যানরা বেশি খেয়ে শোক ভোলে। পার্কে রাস্তায় গড়াগড়ি দেয়। গতকাল রাতে এই দৃশ্যই দেখা গেল বার্লিনের নানা রাস্তাঘাটে, পার্কে, জার্মানির শোচনীয় পরাজয়ে। তবে অন্য দৃশ্যও। বার্লিনের বহু কোরিয়ান রেস্তরাঁ ফ্রি সুসি খাইয়েছে। বার্লিন, ২৮ জুন ২০১৮
×