ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মধুসুদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ০১:৫৭, ২৯ জুন ২০১৮

মধুসুদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ শুক্রবার দিনব্যাপী শিল্পকলা একাডেমির আয়োজন ও মধুসূদন একাডেমির সহযোগিতায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সাগরদাঁড়ির মধুপল্লীতে কবির জন্মগৃহের আম বাগানে মনোরম মঞ্চ করে কবি সমাবেশ, আলোচনা সভা, মধুসূদন একাডেমি পুরস্কার প্রদান, আবৃতি, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৃত্যুবার্ষিকী ঘিরে সাগরদাঁড়ি শুক্রবার কবি ও সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয় । মরা কপোতাক্ষ নদের তীরবর্তী সাগরদাঁড়ির মধুপল্লীতে অনুষ্টিত আলোচনা সভায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমানর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। মুখ্য আলোচনা করেন, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি ও গবেষক ড. মোস্তফা তারিকুল আহসান, খুলনা সরকারি বি এল কলেজের প্রাক্তন অধ্যাপক প্রফেসর আব্দুল মান্নান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. তানভির দুলাল, কলকাতার অভিনেতা ও বাচিকশিল্পী রামগোপাল চট্টোপাধ্যায়। মনিকা আইচের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় আরো অংশ নেন কবি ও অনুবাদক সুহৃদ সরকার, কবি ও সাংস্কৃতি সংগঠক কাসেদুজ্জামান সেলিম, কেশবপুর শিল্পকলা একাডেমির সদস্য এডভোকেট আবু বক্কার সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তো, প্রমুখ। অনুষ্ঠানে মধুসূদন একাডেমি পুরস্কার গ্রহন করেন এবং বক্তব্য রাখেন বাংলা একাডেমির সহকারী পরিচালক ড. সাইমন জাকারিয়া। মাইকেল মধুসূদন দত্তের অমর সৃষ্টি ‘মেঘনাদবধ কাব্য’ অবলম্বনে মেঘনাদবধের উপর নাটক রচনা এবং তা বহিবিশ্বে উপস্থাপন করায় ড: সাইমন জাকারিয়াকে চলতি বছরের মধুসূদন একাডেমি পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবীর হোসেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন মধুসূদন একাডেমির পরিচালক খন্দকার খসরু পারভেজ। অনুষ্ঠানে দুই বাংলার আগত কবিরা মধুসূদনের কাব্য থেকে আবৃতি এবং মধুসূদন বিষয়ক শ্রুতি নাটক উপস্থাপন করেন।
×