ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ ফুটবল ২০১৮ ॥ শনিবার থেকে শেষ ষোলোর লড়াই

প্রকাশিত: ২১:০২, ২৯ জুন ২০১৮

বিশ্বকাপ ফুটবল ২০১৮ ॥ শনিবার থেকে শেষ ষোলোর লড়াই

অনলাইন ডেস্ক ॥ গ্রুপ পর্বের খেলা শেষ। এ বার শুরু আসল লড়াই। শেষ ষোলোর লড়াই শুরু হচ্ছে শনিবার থেকে। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন দলের বিরুদ্ধে কোন দল কখন লড়াইয়ে নামতে চলেছে। ফ্রান্স বনাম আর্জেন্টিনা: গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল আর্জেন্টিনার। কোনও মতে মান রক্ষা হয়েছে নাইজিরিয়ার বিরুদ্ধে জিতে। শেষ ম্যাচে কিছুটা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন মেসি। অন্য দিকে, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স বেশ টগবগেই রয়েছে। এই ম্যাচ আগামিকাল সন্ধ্যা ৮টা থেকে। উরুগুয়ে বনাম পর্তুগাল: শেষ ষোলোয় ফর্মে থাকা উরুগুয়ের বিরুদ্ধে নামতে হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। যে ভাবে গ্রুপের শেষ ম্যাচে গা ছাড়া ভাব দেখা গিয়েছিল পর্তুগালের, তেমন খেললে সুয়ারেজদের বিরুদ্ধে সমস্যায় পড়তে হতে পারে। ম্যাচ শনিবার রাত ১২টা থেকে। স্পেন বনাম রাশিয়া: রাশিয়ার বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন। গ্রুপ চ্যাম্পিয়ন হলেও তেমন ভাল ছিল না স্পেনের পারফরম্যান্স। অন্য দিকে, রাশিয়া শুরুটা ভাল করলেও কিছু কিছু ক্ষেত্রে ছন্নছাড়া লেগেছে তাদের। এই ম্যাচ রবিবার সন্ধ্যা ৮টায়। ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক: এ বারের বিশ্বকাপের অন্যতম চমক ক্রোয়েশিয়া। বড় বড় টিমকে ধাক্কা দেওয়ার ক্ষমতা রয়েছে ক্রোটদের। আবার সময় যত এগোচ্ছে ডেনমার্কের খেলা ততই আকর্ষণীয় হয়ে উঠছে। রবিবার রাত ১২টা থেকে শুরু হবে এই লড়াই। ব্রাজিল বনাম মেক্সিকো: সোমবার সন্ধ্যা ৮টায় মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে মেক্সিকো। গোল পেলেও তেমন ছন্দে দেখা যায়নি নেইমারকে। বেলজিয়াম বনাম জাপান: শেষ ম্যাচে হেরেও নক আউটে জায়গা পেয়েছে জাপান। তবে এ বার কঠিন লড়াই। শেষ ষোলোয় তাদের মুখোমুখি গ্রুপে সব ম্যাচ জেতা ভয়ঙ্কর বেলজিয়াম। এই ম্যাচ শুরু সোমবার রাত ১২টা থেকে। সুইডেন বনাম সুইজারল্যান্ড: জার্মানির কাছে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সুইডেন। অন্য দিকে, সুইজারল্যান্ড নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়েছে। এই ম্যাচ হবে ৩ জুলাই, মঙ্গলবার সন্ধ্যা ৮টা থেকে। কলম্বিয়া বনাম ইংল্যান্ড: প্রথম দুই ম্যাচ জয় পেলেও শেষ ম্যাচে হারতে হয়েছে ইংল্যান্ডকে। অন্য দিকে কলম্বিয়া বরাবরই জায়ান্ট কিলার। এই ম্যাচ হবে ৩ জুলাই, মঙ্গলবার রাত ১২টা থেকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×