ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:০৭, ২৯ জুন ২০১৮

নতুন গবেষণা

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্যামেরা সরাসরি ছবি তোলার পাশাপাশি দেয়ালের অন্য পাশে থাকা ব্যক্তির অবস্থানও জানা যাবে। এমনকি সেই ব্যক্তির নড়াচড়ার অবয়বও দেখা যাবে। অন্ধকারেও ছবি তুলতে সক্ষম রেডিও ফ্রিকোয়েন্সি নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সুবিধার ক্যামেরা তৈরি করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা। হোভারসুজ এক্সওয়ান রাস্তায় প্রয়োজনীয় বাহন না থাকলেও সময়মতো ঠিকই নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে ‘হোভারসুজ এক্সওয়ান’। রোলার স্কেটিংয়ের আদলে তৈরি স্বয়ংক্রিয় বাহনটির ওজন মাত্র ছয় পাউন্ড। ফলে গন্তব্যে পৌঁছে ব্যাগেও ভরে রাখা যায়। হোভারবোর্ডের তুলনায় আকারে ছোট এক চাকার বাহনটি দুই পায়ের জুতার সঙ্গে আলাদাভাবে জুড়ে ঘণ্টায় পাঁচ মাইল গতিতে পথচলা সম্ভব। স্বয়ংক্রিয় ভারসাম্য রাখতে সক্ষম বাহনটি প্রতি চার্জে সর্বোচ্চ পাঁচ মাইল পথ পাড়ি দিতে পারে। আগামী মাসে বাজারে আসবে। দাম পড়বে ৪৯৯ ডলার। এয়ারপডস তারের সংযোগ না থাকায় সঙ্গীতপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় এ্যাপলের ‘এয়ারপডস’। ওয়্যারলেস প্রযুক্তিনির্ভর হেডসেটটির আকার হেডফোনের তুলনায় ছোট হওয়ায় অনেকে হারিয়েও ফেলেন। এবার এ্যাপলের স্মার্ট ঘড়ির সঙ্গেই হেডসেটটি বহনের সুযোগ দেবে ‘এয়ারপডস কেস’। স্মার্ট ঘড়ির সঙ্গে যুক্ত করে ব্যবহারোপযোগী কেসটির দাম মাত্র ১৫ ডলার।
×