ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে আইনমন্ত্রী

৭৩ রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন নামঞ্জুর

প্রকাশিত: ০৫:৩২, ২৯ জুন ২০১৮

৭৩ রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন নামঞ্জুর

সংসদ রিপোর্টার ॥ বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি। নতুন দলের নিবন্ধনের জন্য প্রাপ্ত আবেদনের সংখ্যা ৭৫টি। তার মধ্যে ৭৩টি রাজনৈতিক দলের আবেদনই নামঞ্জুর করা হয়েছে। দুটি আবেদন অধিকতর যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান সংসদ কার্যে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। ৮৭ ভাগ মানুষ নিরাপদ পানি পাচ্ছে ॥ সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, বর্তমানে বাংলাদেশে ৮৭ ভাগ জনগণ নিরাপদ পানির সুবিধা আওতাভুক্ত। সে হিসাবে দেশে মোট ১৩ কোটি ৯২ লাখ জনগণ নিরাপদ পানির সুবিধা ভোগ করে থাকে। অবশিষ্ট ১৩ শতাংশ জনগণ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে খাবার পানি সংগ্রহ করে থাকে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে রাজধানী ঢাকা শহর পানির চাহিদার পরিমাণ দৈনিক ২৩০ থেকে ২৩৬ কোটি লিটার। ঢাকা ওয়াসার পানি সরবরাহের সক্ষমতা দৈনিক ২৪৫ কোটি লিটার। তিনি বলেন, ঢাকা ওয়াসা তিনটি মেগা প্রকল্প গ্রহণ করেছে। সেগুলো হচ্ছে- (১) সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩), (২) পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্রকল্প (ফেজ-১) এবং (৩) গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প। মন্ত্রী জানান, এ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ঢাকা ওয়াসা ২০২১ সাল নাগাদ রাজধানী ঢাকায় সুপেয় পানির চাহিদার ৭০ ভাগ ভূ-উপরিস্থ পানি পরিশোধনের মাধ্যমে ঢাকা মহানগরীতে সরবরাহ করতে সক্ষম হবে।
×