ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গফরগাঁওয়ে আটক যুবদল নেতার সন্ধান দাবি

প্রকাশিত: ০৫:২৮, ২৯ জুন ২০১৮

গফরগাঁওয়ে আটক যুবদল নেতার সন্ধান দাবি

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২৮ জুন ॥ গফরগাঁওয়ে থানা পুলিশ পরিচয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সোহাগকে তুলে নেয়ার অভিযোগ করেছেন পরিবার। দুই দিন ধরে তার কোন খোঁজ মিলছে না। এ নিয়ে পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় রয়েছেন। থানা পুলিশ সোহাগকে আটকের কথা অস্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে গফরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই যুবদল নেতাকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার দাবি জানানো হয়। নিখোঁজ কামরুজ্জামান সোহাগ উপজেলার গফরগাঁও গ্রামের চানু মিয়ার ছেলে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সংবাদ সম্মেলনে কামরুজ্জামান সোহাগের স্ত্রী সানজীদা সুলতানা জানান, গত বুধবার সকাল ১০টার দিকে গফরগাঁও থানার এসআই সাইফুল, এসআই আহসান হাবীব ও একজন কনস্টেবল গফরগাঁও গ্রামের বসতঘর থেকে এলাকাবাসীর সামনে সোহাগকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় এসআই সাইফুল সোহাগের স্ত্রী সানজিদাকে সোহাগের নামে থাকা মামলার জামিনের কাগজপত্র নিয়ে থানায় যেতে বলে। সোহাগের স্ত্রী বেলা ১১টায় থানায় উপস্থিত হয়ে রাত দশটা পর্যন্ত সোহাগকে ছাড়িয়ে নেয়ার জন্য অথবা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের জন্য এসআই সাইফুলের সঙ্গে দেন দরবার করে। এ সময় থানার গারদে থাকা সোহাগের সঙ্গে সোহাগের স্ত্রী বেশ কয়েকবার কথাও বলে।
×