ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বাচনে দাঁড়াতে চান ব্লুমবার্গ

প্রকাশিত: ০৫:১৯, ২৯ জুন ২০১৮

নির্বাচনে দাঁড়াতে চান ব্লুমবার্গ

নিউইয়র্কের সাবেক মেয়র ও ধনকুবের মাইকেল ব্লুমবার্গ ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন। গত নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে চিন্তা করলেও পরে আর দাঁড়াননি। তিনি এবার ডেমোক্র্যাটিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসে খবর বেরোয় যে কংগ্রেসের মিডটার্ম নির্বাচন সামনে রেখে ব্লুমবার্গ ডেমোক্র্যাটিক পার্টির জন্য ৮ কোটি ডলার খরচ করছেন - সিবিএস নিউইয়র্ক আচ্ছে দিন নয়, বাঁচতে দিন আচ্ছে দিন দরকার নেই, তার বদলে বাঁচতে দিন, বিজেপির ট্যাগ লাইন ‘আচ্ছে দিন’কে এভাবেই কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপ্যাধ্যায়। তাঁর কথায়, ‘বিজেপি যে উন্নয়নের কথা বলছে তা ফাঁকা বুলি মাত্র। চার বছরের তারা কী করেছে সেটি মানুষ জানে না।’ সামনেই লোকসভা ভোট। পার্থ বলে ‘মুর্খের স্বর্গে বাস করছে বিজেপি। আগে দিল্লী গুজরাট সামলাক, তারপর বাংলা দেখবে’ -কলকাতা ২৪ী৭
×