ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেপালে ফুলে ফেঁপে উঠছে ‘অভিযাত্রী উদ্ধার’ ব্যবসা

প্রকাশিত: ০৫:১৮, ২৯ জুন ২০১৮

নেপালে ফুলে ফেঁপে উঠছে ‘অভিযাত্রী উদ্ধার’ ব্যবসা

হিমালয় অভিযাত্রীদের অসহায় অবস্থা পুঁজি করে রমরমা ব্যবসার ফেঁদেছে নেপালের এক শ্রেণীর উদ্ধার কর্মী। অভিযত্রীরা যখন কোন বিপদে পড়েন, তখন তাদের চাপ দিয়ে ব্যয়বহুল উদ্ধারভিযানের আয়োজন কর হয়। প্রয়োজন না হলেও হেলিকপ্টার ব্যবহার করে বিশাল অঙ্কের অর্থের ফাঁদে ফেলা হয় সরলমতি পর্যটকদের। এই ‘অপ্রয়োজনীয় উদ্ধর’ কাজগুলো করা হয় পুরোপুরি গাইডের সহায়তায়; আর গাইডদের সঙ্গে শক্তিশালী দালাল চক্রের সংযোগ থাকায় অনায়াসে চলছে এই ‘অবৈধ ব্যবসা’। এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, সামান্য কোন অসুস্থতার জন্য এখানকার সুচতুর উদ্ধার কর্মীরা হেলিকপ্টার ব্যবহার করেন ও এর ভাড়া ব্যতীতই বীমা কোম্পানি থেকে অন্তত ১০ হাজার ডলার হাতিয়ে নেন। এছাড়া দুর্বল বা শারীরিকভাবে ক্লান্ত অভিযাত্রীদের তারা হেলিকপ্টারে করে দ্রুত বাসায় পৌঁছে দিতেও বিভিন্ন প্রস্তাব দিয়ে থাকেন। তবে এসব ক্ষেত্রে দেখা যায়, বিপদে পড়া পর্যটকদের উদ্ধরের মতো করে বড় অঙ্কের বিল নেয়া হয় বীমা প্রতিষ্ঠান থেকে। নেপালে গ্লোবাল ট্রাভেল ইন্সুরেন্স কোম্পানির জন্য চিকিৎসা সরঞ্জাম বহনকারী যুক্তরাজ্য ভিত্তিক ট্রাভেলার এসিস্টেন্ট জোনথন ব্যানক্রফট বলেন, ‘ভয়াবহ এ প্রতারণার ব্যবসা পুরো নেপালজুড়ে ছড়িয়ে পড়ছে।’ তিনি জানান, গত বছরটি বীমা কোম্পানিগুলোর জন্য খুবই ব্যয়বহুল একটি বছর ছিল। কারণ ওই বছর পর্যটকদের উদ্ধরে অসংখ্যবার হেলিকপ্টার ব্যবহার করা হয়। -এএফপি
×