ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পাঁচ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াফ্ত হচ্ছে

প্রকাশিত: ০৫:১৩, ২৯ জুন ২০১৮

গাজীপুরে পাঁচ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াফ্ত হচ্ছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাত মেয়র প্রার্থীর মধ্যে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। যাদের জামানত বাতিল হয়নি তারা হলেনÑ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী (নৌকা) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিএনপির মেয়র প্রার্থী (ধানের শীষ) মোঃ হাসান উদ্দিন সরকার। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন ম-ল জানান, নির্বাচনী বিধি অনুযায়ী নির্বাচনে যেসব প্রার্থী প্রদত্ত মোট ভোটের ১/৮ (আট ভাগের এক ভাগ) ভোট পাবেন না তাদেরই জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। মঙ্গলবার অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৭৪৯। সে হিসেবে ৮ ভাগের ১ ভাগের সমান ভোটের সংখ্যা হয় ৮১ হাজার ৯৩ দশমিক ছয় ভোট। নির্বাচনে জামানতের টাকা তারাই ফেরত পাবেন যেসব প্রার্থী ৮১ হাজার ৯৩ দশমিক ছয়ের বেশি ভোট পেয়েছেন। নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মেয়র পদে বাংলাদেশ কমিউিনিস্ট পার্টির প্রার্থী কাজী মোঃ রুহুল আমিন পেয়েছেন ৯৭৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ পেয়েছেন ১৬১৭ ভোট, ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান পেয়েছেন ১৬৫৯ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ জালাল উদ্দিন পেয়েছেন ১৮৬০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ নাসির উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ৩৮১ ভোট। এ থেকে দেখা গেছে জামানত ফেরত পাওয়ার মত কাক্সিক্ষত ভোটের সংখ্যা ওই ৫ প্রার্থীর কারোরই নেই। ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী পেয়েছেন ৪ লাখ ১০ ভোট এবং বিএনপির প্রার্থী পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১ ভোট। তিনি আরও বলেন, মেয়র পদে প্রতি প্রার্থী জামানত বাবদ ৫০ হাজার টাকা করে জমা দিয়েছেন। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারিফুজ্জামান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে একটি ওয়ার্ডে সাধারণ আসনের কাউন্সিলর পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের পুনঃঘোষিত তারিখ অনুযায়ী গত ২৬ জুন দেশের বৃহত্তম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে এবার মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন এবং নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।
×