ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন মেশিন স্থাপন করবে দেশ গার্মেন্ট

প্রকাশিত: ০৫:০৫, ২৯ জুন ২০১৮

নতুন মেশিন স্থাপন করবে দেশ গার্মেন্ট

বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টের পরিচালনা পর্ষদ কারখানায় নতুন মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি পুরাতন মেশিন পরিবর্তন করে নতুন মেশিন স্থাপন করবে। নতুন মেশিন স্থাপন করতে খরচ হবে ১ কোটি ৬৫ লাখ টাকা। আর রেট্রফিটিংয়ের কাজ শেষ করতে খরচ হবে ১ কোটি ৬০ লাখ টাকা। দেশ গার্মেন্টস যমুনা ব্যাংক থেকে ঋণ নিয়ে এই খরচ মেটাবে। যমুনা ব্যাংক থেকে ৩ কোটি ২৫ লাখ টাকা ঋণ নিয়ে করখানায় নতুন মেশিন স্থাপন ও রেট্রফিটিংয়ের কাজ সম্পন্ন করবে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার পপুলার লাইফের ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ২৭ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮০ টাকা ৫২ পয়সা। আগামী ২৭ আগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই। -অর্থনৈতিক রিপোর্টার
×