ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শূন্যরেখায় রোহিঙ্গা শিশুকে বিজিপির গুলি

প্রকাশিত: ০৩:১৪, ২৮ জুন ২০১৮

শূন্যরেখায় রোহিঙ্গা শিশুকে বিজিপির গুলি

অনলাইন রিপোর্টার ॥ সরিয়ে নেওয়ার আশ্বাসের পর পরই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা শিশুকে গুলি করেছে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার কোনারপাড়া শূন্যরেখায় এ ঘটনা ঘটে বলে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ইমন চৌধুরী জানান।গুলিবিদ্ধ আনসার উল্লাহ (১২) কোনারপাড়ার শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জমির হোসেনের ছেলে। তারা মিয়ানমারের রাঙ্গাবালি এলাকা থেকে এসেছে বলে ক্যাম্পের রোহিঙ্গা কমিউনিটি নেতা (মাঝি) আরিফ উল্লাহ জানিয়েছেন। বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ শিশুটিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পরিদর্শক ইমন। এরআগে কক্সবাজারে বিজিবির রিজিওয়ন সদর দপ্তরে বিজিপি-বিজিবি পতাকা বৈঠকে এ আশ্বাস দেয় বিজিপি। বেলা ৪টার দিকে ওই বৈঠক শেষ হওয়ার পর পরই কোনারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটল। তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে কোনারপাড়া শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে কিছু শিশু খেলছিল। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি আকস্মিক গুলি ছুড়লে এক রোহিঙ্গা শিশু আহত হয়। “পরে ক্যাম্পের বাসিন্দারা গুলিবিদ্ধ আনসার উল্লাহকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করে।”বিজিপির গুলি ছোড়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা নিশ্চিত নন বলে জানান পরিদর্শক ইমন চৌধুরী।
×