ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে অভিযানকালে গুলিবর্ষন, আটক ৪

প্রকাশিত: ০২:৪৭, ২৮ জুন ২০১৮

বাঁশখালীতে অভিযানকালে গুলিবর্ষন, আটক ৪

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন আবাইত্যাঘোনা এলাকায় থানা পুলিশের সদস্যরা অস্ত্র ও মাদক পাচারকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে পাচারকারীদের বাঁধার সম্মুখীনে পড়েছে। এ সময় পাচারকারীর দল পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষনের ঘটনাও ঘটায়। অবস্থা বেগতিক দেখে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এ ঘটনায় থানা পুলিশের ওসি সালাহউদ্দীন, ওসি তদন্ত শরিফুল ইসলাম, সহকারী সাব্-ইন্সপেক্টর বিপ্লব, ওসির বডিগার্ড মাহমুদ, মোঃ ফারুখ ও আনসার ব্যাটেলিয়ানের ৩ সদস্যসহ আহত হয়েছে অন্তত ১২ জন। আহতদের মধ্যে আনসার ব্যাটেলিয়ান সদস্য দিদার নামের একজনকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাছাড়া পাচারকারীরা পুলিশের ব্যবহৃত গাড়িও ভাংচুর করে। পুলিশের উপর হামলার ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল), মুফিজ উদ্দীন ও চট্টগ্রাম জেলা আনসার ভিডিপির কমান্ডার নির্মলেন্দু উপস্থিত রয়েছে। বুধবার রাত ২ টার দিকে সংঘর্ষের ঘটনায় আনসার ব্যাটেলিয়ানের দুইটি অস্ত্র ছিনিয়ে নেয় পাচারকারীর দল। বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে পুনরায় পুলিশ ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধারে গেলে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র দুইটি পাওয়া যায়। এদিকে পুলিশের মাদক ও অস্ত্র পাচারকারীদের হামলার ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযানের সত্যতা স্বীকার করে সহকারী পুলিশ (আনোয়ারা সার্কেল) মুফিজ উদ্দীন বলেন, থানা পুলিশের অভিযানে পাচারকারীদল স্বশস্ত্র মহড়া দিয়ে ও গুলি করে বাঁধা প্রদান করেছে। তাছাড়া তাদের হামলায় আমাদের পুলিশ সদস্যসহ আনসার ব্যাটেলিয়ানের সদস্যরা আহত হয়েছে। এ ঘটনায় পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে বলেও তিনি জানান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধারাবাহিক মাদক ও অস্ত্র বিরোধী অভিযানে গন্ডামা ইউপি’র বেড়িবাঁধ সংলগ্ন আবাইত্যা ঘোনা এলাকায় পুলিশ যায়। পুলিশ অভিযানে ৪ পাচারকারীকে আটক করে নিয়ে আসার সময় ওই দলের অন্যান্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এক পর্যায়ে আনসার ব্যাটেলিয়ানের একটি রাইফেল ও একটি শর্ট গান নিয়ে নেয় পাচারকারীর দল। পরবর্তীতে অবস্থা বেগতিক দেখে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে মাদক পাচারকারীদের লক্ষ্য করে। এ পর্যায়ে কৌশলে আটক ৪ জনকে নিয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে থানায় চলে আসে। বৃহস্পতিবার পুনরায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হলে পরিত্যাক্ত অবস্থায় আনসার ব্যাটেলিয়ানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র দুইটি উদ্ধার করা হয়েছে।
×