ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁর রাণীনগরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের চেষ্টা

প্রকাশিত: ০০:৩৯, ২৮ জুন ২০১৮

নওগাঁর রাণীনগরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁও ॥ নওগাঁর রাণীনগরে ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়গাছা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অপরদিকে ওই গ্রামের একটি মহল বিষয়টিকে মোটা অংকের অর্থের বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ সুবিচার থেকে বঞ্চিত ওই দরিদ্র প্রতিবন্ধি কিশোরী ও তার পরিবারের। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার বড়গাছা উত্তরপাড়া গ্রামের লইমদ্দীনের ছেলে আইনাল ইসলাম (৫০) একই গ্রামের বাজারের পাশের জনৈক ব্যক্তির ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে রাস্তার ধারে বাগানে একা পেয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় মেয়ের মা দেখতে পেয়ে দৌড়ে এসে মেয়েকে রক্ষা করে। এসময় মেয়ের মা লম্পট আইনালকে মারপিট করতে লাগলে আইনাল কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে ঘটনাটি গ্রামে জানাজানি হয়। এলাকার মানুষের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বুধবার থেকে ওই গ্রামের একটি প্রভাবশালী মহল মেয়ের পরিবারকে দেয়ার নাম করে ক্ষতিপূরণ হিসাবে মোটা অংকের অর্থের বিনিময়ে বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে আসছে। মেয়ের পরিবার গরীব অসহায় বলে কোন বিচার পাচ্ছে না। এলাকাবাসী ও মেয়ের পরিবার ওই লম্পটের দৃষ্টান্ত মূলক শাস্তি চায়। এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এই ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি তবে আজ বৃহস্পতিবার বিষয়টি লোকমুখে শুনতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
×