ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিল ও সুইজারল্যান্ড দ্বিতীয় রাউন্ডে

প্রকাশিত: ০৯:২৫, ২৮ জুন ২০১৮

ব্রাজিল ও সুইজারল্যান্ড দ্বিতীয় রাউন্ডে

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠে গেছে অন্যতম ফেবারিট ব্রাজিল। দলের হয়ে ৩৬ ও ৬৮ মিনিটে গোল করেন পাওলিনহো ও থিয়াগো সিলভা। তবে ৬০ থেকে ৬৫ এই পাঁচ মিনিটের মধ্যে ভয়ঙ্কর তিনটি আক্রমণ করে ব্রাজিলের ভিত নাড়িয়ে দিয়েছিল গোটা ম্যাচে দারুণ প্রতিরোধ গড়া সার্বিয়ানরা! মুহুর্মুহু পাল্টা আক্রমণে জমজমাট এ ম্যাচটি ছিল সত্যি উপভোগ্য। এ জয়ে ই-গ্রুপের সেরা হিসেবেই দ্বিতীয় পর্বে উঠল নেইমারের দল। অপর ম্যাচে কোস্টারিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেও প্রথম পর্বের বাধা টপকে গেছে সুইজারল্যান্ড। দাপট দেখানো সুইসদের হয়ে ৩১ ও ৮৮ মিনিটে গোল করেন বেরিম ডেজমাইলি ও জে ডারমিক। আর ৫৬ মিনিটে কোস্টারিকার হয়ে গোল শোধ করেন কে ওয়াসটন। ৯০+৩ মিনিটে কোস্টারিকার দ্বিতীয় গোলটি আত্মঘাতী! দশম মিনিটেই বড় ধাক্কা খেয়েছিল ব্রাজিল। চোট পেয়ে মাঠ ছাড়েন নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্সেলো। তার জায়গায় এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামেন ফিলিপ লুইস। গাব্রিয়েল জেসুস, নেইমারের কারিকুরিতে ২৫তম মিনিটে ম্যাচের প্রথম ভাল সুযোগ তৈরি করে ব্রাজিল। ডি-বক্স থেকে পিএসজি ফরোয়ার্ডের শট ঠেকান সার্বিয়ান গোলরক্ষক ভøাদিমির স্তয়কোভিচ। ৩৬তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন পাওলিনহো। সার্বিয়ার একটি আক্রমণ রুখে দিয়ে নিজেদের ডিফেন্সিভ থার্ড থেকে লম্বা ক্রস দেন ফিলিপ কুতিনহো। সার্বিয়ার ডিফেন্সের ওপর দিয়ে উড়ে তাদেরই রক্ষণে এসে পড়লে মাঝমাঠ থেকে বার্সিলোনা সতীর্থ কুতিনহোর বাড়ানো বল প্রথম স্পর্শেই এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান এই মিডফিল্ডার। বুদ্ধিদীপ্তভাবে কেবল বলটিকে টোকা দিয়ে নিশানায় পাঠিয়ে দেন। ১-০ গোলে এগিয়ে যায় সাম্বার দেশ। ৬৮ মিনিটে সেটিকে ২-০ করে ব্রাজিলকে অনেকটাই নিরাপদ জায়গায় নিয়ে যান থিয়াগো সিলভা। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে সার্বিয়ার বিপক্ষে হারা চলবে না। বুধবার তাই মস্কোয় শুরু থেকেই গোলের জন্য প্রাণপণে লড়তে শুরু করেন নেইমাররা। কিন্তু সার্বিয়ার প্রতিরোধ ও পাল্টা আক্রমণে কোনভাবেই যেন পেরে উঠছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগে ২য় মিনিটেই কুতিনহো বল নিয়ে ঢুকে যান সার্বিয়ার রক্ষণের ভেতর। নেইমারের কাছ থেকে বল পেয়ে তিনি শট নিলে সার্বিয়ার ডিফেন্ডাররা সেটা ক্লিয়ার করে দেন। ১৪ মিনিটে সার্বিয়ার ফিলিপ কোস্তিক বাম পায়ের শট নিলে ব্রাজিল ডিফেন্ডাররা সেটা ক্লিয়ার করেন। ২৫ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন নেইমার। বক্সের মধ্যে বল নিয়ে প্রবেশ করেন গ্যাব্রিয়েল জেসুস। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে তিনি বল দেন নেইমারকে। দারুণ এক শট নিয়েছিলেন পিএসজি তারকা। কিন্তু সার্বিয়া গোলরক্ষক স্টোজকোভিক ঝাঁপিয়ে পড়ে এই যাত্রায় দলকে রক্ষা করেন। ৩৬ মিনিটে গেড়ো খোলেন পাওলিনহো। প্রথমার্ধের বাকি সময়ে আর কোন গোল হয়নি। দিনের অপর ম্যাচে ৩১ মিনিটে সুইজারল্যান্ডকে লিড এনে দেন বেরিম ডেজমাইলি। ডান দিক থেকে স্টিফান লিচস্টেইনার বক্সের মধ্যে ক্রস দেন ব্রিল এমবোলোকে। তিনি আবার বল বাড়ান ডিজেমাইলি। নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। কোস্টারিকার গোলরক্ষক নাভাস ঝাঁপ দিয়েও রুখতে ব্যর্থ হন। প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে ইউরোপিয়ান দলটি। কিন্তু ম্যাচের প্রথম সুযোগটি পায় কোস্টারিকা। ৮ মিনিটে কলিন্দ্রেস ডি বক্সের সামান্য বাইরে বল পেলে তা গোলবারের ওপর দিয়ে মারেন। ১০ মিনিটে আবারও সেই কলিন্দ্রেসের শট গোলবারের লেগে প্রতিহত হলে বিশ্বকাপে নিজেদের প্রথম গোল বঞ্চিত হয় গতবার কোয়ার্টার ফাইনাল খেলা দলটি। ১৭ মিনিটে আবারও গোলবারে বল লেগে ফিরে আসে। তবে এবার সুইজারল্যান্ড তারকা গাভরানোভিচের শট। এরপরই সুইজারল্যান্ডকে আনন্দে ভাসান ডেজমাইলি। তবে ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়।
×