ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৫:৫০, ২৮ জুন ২০১৮

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

স্টাফ রিপোর্টার ॥ ওমরাহ হজ পালন শেষে মদীনা থেকে জেদ্দা বিমানবন্দরে ফেরার সময় এক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত ও ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে মদীনা থেকে দুশ’ কিলোমিটার দূরে জেদ্দা মহাসড়কের প্রটোমিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জুলহাস (৫৪), তার বোন জামাই আবুল বাশার (৫৩) ও রাশেদুল ইসলাম (৫৪)। আহতরা হলেন-রাশেদুল ইসলামের স্ত্রী মোস্তারিনা আক্তার, তার দুই ছেলে মুমতাহিন ইসলাম (১৮) ও জারিফ ইফতেজা ইসলাম (১২) এবং অপর এক ট্রাভেল ব্যবসায়ী সাইফুল ইসলাম (৫০), নজরুল ইসলাম ও ভুট্টো। তাদের অবস্থা মারাত্মক। মদীনার কিং ফাহাদ হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। দুুজনকে রাখা হয়েছে আইসিইউতে। জানা গেছে, নিহত রাশেদুল ইসলামের বাসা ঢাকার ৯/১ সলিমুল্লাহ রোডে। তিনি পেশায় রিয়েল স্টেট ব্যবসায়ী। নিহত জুলহাসের বাসা রাজধানীর কচুক্ষেতে। তিনিও পেশায় ব্যবসায়ী। গত ১১ জুন রাতে তারা ৯ জনের একটি গ্রুপে আরবি ট্রাভেলসের মাধ্যমে বিশেষ প্যাকেজে এক সঙ্গে ওমরাহ পালন করতে ঢাকা ত্যাগ করেন। ওমরাহ শেষে তারা মক্কা থেকে মদীনায় যান। মঙ্গলবার রাতে তারা দেশে ফেরার জন্য মদীনা থেকে সবাই একটি মাইক্রোবাসযোগে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। মদীনা থেকে দুশো কিলোমিটার অতিক্রম করার পর হঠাৎ মাইক্রোবাস সামনের একটি চাকা পাংচার হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
×