ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৫:৪৯, ২৮ জুন ২০১৮

খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  ২ মাদক বিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছে। বুধবার ভোর সাড়ে তিনটার দিকে নগরীর বাগমারা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলো খুলনা মহানগরীর বাগমারা এলাকার মোঃ বাবুল শেখের ছেলে রাজু শেখ (৩৬) ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ (২৫)। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দুটি রামদা ও দুটি ছোরা উদ্ধার করেছে। এ সময়ে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে খুলনার মাদক ব্যবসায়ী রাজু শেখ ও মানিক শেখকে আটক করা হয়। এরপর তাদের খুলনা থানায় নিয়ে আসা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোরে ওই দুই আসামিকে নিয়ে পুলিশ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের জন্য নগরীর খুলনা থানাধীন বাগমারা এলাকায় যায়। ১০৭ বাগমারা মেইন রোড কাঞ্চন শিকদারের ইট বালু ও সিমেন্ট বিক্রয় প্রতিষ্ঠানের কাছাকাছি পৌঁছালে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। আত্ম রক্ষার্থে পুলিশ পাল্টা গুলিবর্ষণ করে। গোলাগুলির এক পর্যায়ে পালাতে গিয়ে সহযোগী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয় অসামি রাজু ও মানিক। এতে তারা মারা যায়। মাদক সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পুলিশের ৫ সদস্য আহত হন। তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল হতে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ১টি পাইপগান, ২টি কার্তুজ, ২টি রামদা, ২টি ছোরা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নিহত দুইজনের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ ৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) সহকারী কমিশনার মোঃ আশরাফ হোসেন জানান নগরীর খুলনা থানার বাগমারা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ২ মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধকালে খুলনা থানা পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
×