ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জোটের বৈঠক ত্যাগ

সিলেটে মেয়র পদে বিএনপিকে ছাড় দেবে না জামায়াত

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ জুন ২০১৮

   সিলেটে মেয়র পদে বিএনপিকে ছাড় দেবে না জামায়াত

স্টাফ রিপোর্টার ॥ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপিকে ছাড় দেবে না ২০ দলীয় জোটের শরিক দল জামায়াত। বরং বিএনপিকে ছাড় দেয়ার দাবি জানিয়েছে জামায়াত। বুধবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জোট থেকে জামায়াতের প্রার্থীকে সমর্থন দেয়ার দাবি জানিয়ে বৈঠক শেষ হওয়ার আগেই গুলশান কার্যালয় ত্যাগ করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা আব্দুল হালিম। বুধবার বিকেল সোয়া ৪টায় শুরু হয়ে ২০ দলীয় জোটের বৈঠক চলে প্রায় ২ ঘণ্টা। বৈঠকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ছাড়াও আসন্ন বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোশেন নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে যান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা আব্দুল হালিম। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সিলেটে জামায়াতের মেয়র প্রার্থী দেয়ার দাবি বিএনপি মহাসচিবকে জানিয়েছি। দেখি তারা কী করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ২০ দলীয় জোটের বৈঠক শুরু হয় বিকেল সোয়া ৪টায়। এ বৈঠক চলে প্রায় ২ ঘণ্টা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিজেপি মহাসচিব আবদুল মতিন সাউদ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম, এলডিপির সিনিয়ার যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ডেমোক্র্যাটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ। জানা যায়, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপিকে ছাড় দিলেও সিলেটে মেয়র পদে বিএনপিকে ছাড় দেবে না জামায়াত। জামায়াতের দাবি সিলেটে বিএনপির চেয়ে জামায়াতের সাংগঠনিক অবস্থা ভাল। তাই ২০ দলীয় জোট থেকে জামায়াতের প্রার্থী দিলে জয়ের ব্যাপারে তারা আশাবাদী। দলটির নেতারা আরও বলছেন, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপিকে শুধু ছাড়ই দেয়নি জামায়াত। তারা বিএনপির প্রার্থীর পক্ষে ভোটও চেয়েছে। তাই আসন্ন ৩০ জুলাই অনুষ্ঠিতব্য রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অন্তত একটিতে মেয়র পদ চায় জামায়াত। বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদটি তারা চায়। জানা যায়, এর আগে সপ্তাহখানেক আগে ২০ দলীয় জোটের বৈঠকেও এ দাবি জানিয়েছে জামায়াত। তাদের দাবির পক্ষে যুক্তি হচ্ছে, আমরা জোটে আছি। সব সময় আমরা ছাড় দেব, বিএনপি আমাদের একটাও ছাড়বে না, এটাতো হতে পারে না। ওই বৈঠকে জামায়াতের সঙ্গে সমঝোতা না হওয়ায় বুধবারের বৈঠকটি ডাকা হয়। এ বৈঠকে জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে সিলেটে তাদের প্রার্থী নির্বাচন করবে। অন্য দুই সিটি রাজশাহী ও বরিশালে যদি তাদের সমর্থন পেতে হয়, তাহলে তাদের একটা ছেড়ে দিতে হবে।
×