ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বড় অঘটনের জন্ম দিল কোরিয়া, সুইডেন মেক্সিকো দ্বিতীয় পর্বে

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিদায়

প্রকাশিত: ০৫:৪১, ২৮ জুন ২০১৮

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিদায়

শাকিল আহমেদ মিরাজ ॥ রাশিয়া বিশ্বকাপের বড় অঘটন দেখল বিশ্ব ফুটবল। দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে গ্রুপ-পর্ব থেকেই বিদায় নিল ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন জার্মানি! সারা ম্যাচে ভাল খেললেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি জার্মানরা। শেষ দিকে টমাস মুলার, মারিও গোমেজদের মুহুর্মুহু আক্রমণ সামলিয়ে উল্টো অতিরিক্ত সময়ে দুটি গোল করে দক্ষিণ কোরিয়া! ৯০+২ ও ৯০+৬ মিনিটে গোল দুটি করেন যথাক্রমে কিম ইয়াং গন ও সন হু মিন। দিনের অপর ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়ে এফ-গ্রুপের শীর্ষে থেকে দ্বিতীয় পর্বে উঠেছে সুইডেন। সুইডিসদের হয়ে ৫০ ও ৬১ মিনিটে গোল দুটি করেন অগাস্টিন ও গ্রাঙ্কভিস্ট। তৃতীয় গোলটি মেক্সিকোর আত্মঘাতী (৭৪ মিনিটে)। তবে এ হার সত্ত্বেও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় পর্বের টিকেট পেয়েছে মেক্সিকানরা। এফ-গ্রুপ থেকে দ্বিতীয় পর্বের টিকেট নিশ্চিতের পথে বুধবারের দুটি ম্যাচই ছিল মহাগুরুত্বপূর্ণ। সেখানে ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে জার্মানি। বল নিয়ন্ত্রণের লড়াইয়ে ডিফেন্ডং বিশ্ব চ্যাম্পিয়নরা ছিল দারুণ সফল। কিন্তু প্রথমার্ধে ৭৫ ভাগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেও গোলের দেখা পায়নি তারকাখচিত দলটি। অন-টার্গেটে তিন তিনটি শট এবং ৩৯৪টি পাসের পথে খেলায় আধিপাত্য ধরে রাখলেও গোলটাই কেবল হয়নি। পৌনে এক ঘণ্টাজুড়ে তাদের একাধিক জোরালো আক্রমণ প্রতিহত করেন দক্ষিণ কোরিয়ান গোলরক্ষক। তুমুল চাপের মুখে কোরিয়ান ডিফেন্স ছিল ভীষণ তটস্থ। প্রথমার্ধে জার্মানরা তবু গোল আদায় করে নিতে পারেনি। শেষ পর্যন্তও নয়! একই সময়ে অপর ম্যাচের দেখা গেছে বিপরীত দৃশ্য। প্রথমার্ধে শতকরা ৬০ ভাগের ওপরে বল দখলে রেখেও গোলের দেখা পায়নি আসরের অন্যতম চমক মেক্সিকো। যারা নিজেদের প্রথম ম্যাচেই চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছিল ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে, অর্থাৎ ৫০ মিনিটে গোল করে সুইডেনকে এগিয়ে নেন অগাস্টিনসন! বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও পাওয়া সুযোগের সদ্ব্যবহার করেন তিনি। মূলত ভাল খেলতে খেলতেই এই লেফটব্যাককে আনমার্কে রাখার খেসারত দেয় মেক্সিকানরা। দারুণ দক্ষতায় মেক্সিকো গোলরক্ষকে বোকা বানান চতুর অগাস্টিন। ১২ মিনিট পরই পেনাল্টি থেকে পাওয়া সুযোগ সুইডিসদের হয়ে ব্যবধান ২-০ করেন গ্রাঙ্কভিস্ট। এই পর্যায়ে মানসিক চাপে বিপর্যস্ত মেক্সিকো শোধ করবে কি উল্টো আত্মঘাতী গোল খেয়ে বসে! ৭৪ মিনিটে অপকর্মাটি করেন ই আলভারেজ। হায়রে কপাল, হায়রে ম্যাচ! ৩-০ তে এগিয়ে যায় সুইডেন। অথচ জার্মানি-বধের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে টানা দুই জয় তুলে টেবিলের শীর্ষে থেকেই কালকের এই ম্যাচ খেলতে নেমেছিল উত্তর আমেরিকার ফুটবলে নতুন আলোড়ন সৃষ্টি করা মেক্সিকো। কঠিন সমীকরণ তৈরি হওয়া শেষ দিনের শেষ ম্যাচে বলের দখলে এগিয়ে থেকেও সফল হতে পারেনি তারা। দুটি গোল খাওয়ার পরই আসলে এলোমেলো হয়ে পড়ে মেক্সিকানদের সব পরিকল্পনা। তবে সান্ত¦না যে হেরেও দ্বিতীয় পর্বে উঠে গেছে তারা।
×