ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লা সিটির বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৫:১৪, ২৮ জুন ২০১৮

 কুমিল্লা সিটির বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ জুন ॥ কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৩৭৩ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার ৪৫৮ টাকার প্রাক বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন কুসিক মেয়র মনিরুল হক সাক্কু। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩৫২ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ১৫৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৫৫ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকা। কুসিকের বাজেট আলোচনায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, সচিব হেলাল উদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারী, কাউন্সিলর, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বাজেট আলোচনায় মেয়র মনিরুল হক সাক্কু বলেন, নগরীর অবকাঠামোগত উন্নয়নসহ রাস্তা, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, মশক নিধন, স্ট্রিট লাইট স্থাপনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। . শেরপুর নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, শেরপুর পৌরসভায় ২০১৮-১৯ অর্থবছরে ৭৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার ৬শ ৭০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌর অডিটরিয়াম মিলনায়তনে নাগরিক ও সুশীল সমাজসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ওই বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে পৌরসভার রাজস্ব খাতে ১৩ কোটি ৭১ লাখ ২৯ হাজার ৫ শ’ ৭৭ টাকা আয় ও ১২ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। . দাউদকান্দি নিজস্ব সংবাদদাতা দাউদকান্দি থেকে জানান, দাউদকান্দি পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের ৩৭ কোটি ৭৮ লাখ ৩০ হাজার প্রায় ৮ শ’ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৭ কোটি ৭৮ লাখ ৩০ হাজার প্রায় ৮ শ’ টাকা। ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা। সমাপ্তি জের ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ১০ হাজার প্রায় ৮ শ’ টাকা। বুধবার বিকেলে পৌরসভার মিলনায়তনে বাজেট ঘোষণা করেন, দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন। . ঝালকাঠি নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, ঝালকাঠি পৌরসভা কোন নতুন কর আরোপ ছাড়াই ২১৪ কোটি ৪৪ লাখ ১৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ২১৩ কোটি ৪৯ লাখ ৫৭ হাজার টাকা আয় ও উদ্বৃত্ত ৯৪ কোটি ৫৭ হাজার ২৪০ টাকাসহ ২১৪ কোটি ৪৪ লাখ ১৫ হাজার টাকা আয় দেখানো হয়েছে। ব্যয় দেখানো হয়েছে ২১৩ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার টাকা। ঝালকাঠি চড়ুইভাতি কমিউনিটি সেন্টারে বুধবার বেলা ১১টায় পৌরবাসীর উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করা হয়। পৌর মেয়র আলহাজ লিয়াকত আলী তালুকদার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন।
×