ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে সুষ্ঠু নির্বাচনে ওয়ার্কার্স পার্টির সন্তোষ

প্রকাশিত: ০৫:০১, ২৮ জুন ২০১৮

 গাজীপুরে সুষ্ঠু নির্বাচনে ওয়ার্কার্স পার্টির সন্তোষ

স্টাফ রিপোর্টার ॥ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। বুধবার গণমাধ্যমে দলের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ইতোপূর্বে খুলনা সিটি নির্বাচনকে রাজনীতি বিরোধীরা বিভিন্নভাবে বিতর্কিত করেছে। এবারও গাজীপুরের নির্বাচনকে নিয়ম-বেনিয়মের নির্বাচন বলে আখ্যায়িত করা হচ্ছে। ১৪ দলের শরিকরা যারা নির্বাচনে সামিল ছিলেন তাদের তরফ থেকে সুস্পষ্ট বলতে চাই এই নির্বাচনে কোন ব্যত্যয় হয়নি। তবে কিছু ঘটে থাকলে তা সাধারণভাবে কাউন্সিলরদের ক্ষেত্রে ঘটেছে। এমনকি বিএনপিও ১০০টি কেন্দ্রে জালিয়াতির কথা বলেছে। তারাই বরঞ্চ অতীতে ভোট ডাকাতির যে উদাহরণ তৈরি করেছিলেন তা দেশবাসী ভুলে যায়নি। আমরা আশা করি বিএনপি তাদের এ ধরনের অসত্য বক্তব্য পরিহার করে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে মেনে নিয়ে আগামী নির্বাচন গুলোতে অংশগ্রহণ করবে এবং জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে।
×