ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদে দর্শক মাতিয়েছে উইন্ড অব চেঞ্জ

প্রকাশিত: ০৪:২২, ২৮ জুন ২০১৮

ঈদে দর্শক মাতিয়েছে উইন্ড অব চেঞ্জ

স্টাফ রিপোর্টার ॥ গান বাংলা টিভির সঙ্গীত বিষয়ক আন্তর্জাতিক কোলাবরেশন প্রজেক্ট ‘উইন্ড অব চেঞ্জ’-এর সিজন থ্রি এবার ঈদে দর্শক মাতিয়েছে। দেশের খ্যাতিমান শিল্পীদের সঙ্গে ২২টি দেশের ৩৫ জন বাদ্যযন্ত্রীর চমৎকার পরিবেশনা দর্শক-শ্রোতাদের আকর্ষণ করে। কৌশিক হোসেন তাপসের পরিচালনায় ঈদের দিন থেকে ৪ দিনব্যাপী গান বাংলা টিভিতে ‘উইন্ড অব চেঞ্জ’-এর বিশেষ আয়োজনে মোট ২২টি গানের পরিবেশনা উপস্থাপন করা হয়। শিল্পীদের মধ্যে ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, রফিকুল আলম, হায়দার হোসেন, আগুন, কাঙ্গালিনী সুফিয়া, মাকসুদ, মিজান, চন্দন, এন্ড্রু কিশোর, কৌশিক হোসেন তাপস, শাহানা বাজপায়ী, রেশমী, শিরিন, সুজিত মোস্তফা, কিরণ চন্দ্র, মাখন, সুমন, ফুয়াদ, শুভ, মিনার, লুইপা প্রমুখ। তাদের মধ্যে কৌশিক হোসেন তাপস ঈদের দিন পরিবেশন করেন হাসন রাজার অমর গান ‘আগুন লাগাইয়া দিলি কোনে’। ইউটিউবে গানটির ভিউ ১০ দিনেই দুই লাখ ছাড়িয়ে গেছে। কৌশিক হোসেন তাপস বলেন, এই গানটি মূলত হাসন রাজাকে উৎসর্গ করে করা হয়েছে। গানের মাঝে বিদেশী বাদ্যযন্ত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। দুই যুগ আগে ১৯৯৪ সালে সাউন্ডটেক থেকে প্রকাশ হয় ফিডব্যাক ব্যান্ডের ৫ম এ্যালবাম ‘বঙ্গাব্দ ১৪০০’। এ এ্যালবামে মাকসুদ গেয়েছিলেন ‘গীতি কবিতা-২’ শিরোনামের গানটি। দুই যুগ পর কৌশিক হোসেন তাপসের কম্পোজিশনে সম্প্রতি নতুনভাবে সেই গানটিই গেয়েছেন তিনি। ঈদ উপলক্ষে গত সপ্তাহে গান বাংলা টিভিতে ‘উইন্ড অব চেঞ্জ : সিজন থ্রি’ অনুষ্ঠানে নতুনভাবে গাওয়া ‘গীতি কবিতা-২’ গানটি প্রচারিত হয়। ইতিমধ্যে গানটি বেশ সাড়াও ফেলেছে। এ প্রসঙ্গে মাকসুদ বলেন, দুই যুগ আগে প্রকাশিত ‘বঙ্গাব্দ ১৪০০’ এ্যালবামের প্রতিটি গানই অনেক জনপ্রিয়তা পেয়েছিল। তবে এর মধ্যে ‘গীতি কবিতা-২’ গানটির ‘ধন্যবাদ হে ভালবাসা’ লাইনটি ইয়ং জেনারেশনের মুখে মুখে ফিরতো। গানটি আমার নিজেরও অনেক পছন্দের। সে সময় গানটি জ্যাজ ফিউশন ধাঁচে করেছিলাম। তখন এত মিউজিক্যাল ইস্ট্রুমেন্ট ছিল না। এবার কৌশিক হোসেন তাপসের কম্পোজিশনে গানটির সঙ্গে পৃথিবীর সেরা সেরা সব বাদ্যযন্ত্রীরা বাজিয়েছেন। তাই শ্রোতাদের কাছে গানটি একেবারে নতুন বলেই মনে হবে। রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ প্রচার হয় ঈদের দিন গান বাংলা টিভিতে। গানটি টিভিতে প্রচারের পর থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছিল। আর ইউটিউবে অল্পদিনেই গানের ভিউ লাখ ছাড়িয়ে যায়। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া তুমুল হিট চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’-এর টাইটেল সঙ ‘বেদের মেয়ে জোসনা’ গানটি নতুন করে গেয়েছেন এ্যান্ড্রু কিশোর। ‘উইন্ড অব চেঞ্জ : সিজন থ্রি’-তে নতুনভাবে গানটির কম্পোজিশন করেছেন কৌশিক হোসেন তাপস। ঈদের দিন গান বাংলা টিভিতে গানটি প্রচার হয়। গানটি প্রসঙ্গে এ্যান্ড্রু কিশোর বলেন, কৌশিক হোসেন তাপসের কম্পোজিশনে ‘উইন্ড অব চেঞ্জ’-এ এটি আমার দ্বিতীয় গান। এর আগে ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ গানটি গেয়েছিলাম। আজ থেকে ২৯ বছর আগে ‘বেদের মেয়ে জোসনা’ গানটি মুক্তি পেয়েছিল। তাপস বরাবরই দারুণ কাজ করে। গানটির বেশ চমৎকার কম্পোজিশন করেছে সে। আগেও গানটি যেমন জনপ্রিয়তা পেয়েছিল, আশা করছি এবার নতুন করে গাওয়া গানটিও সবার পছন্দ হবে।
×