ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাকিব খানের নতুন চলচ্চিত্রের মহরত

প্রকাশিত: ০৪:২১, ২৮ জুন ২০১৮

শাকিব খানের নতুন চলচ্চিত্রের মহরত

স্টাফ রিপোর্টার ॥ ‘আমাদের দেশে চলচ্চিত্র প্রচারের জায়গায় অনেক গ্যাপ আছে। আমাদের প্রযোজকরা কোনো বাজেট রাখেন না চলচ্চিত্রের প্রচারে। তাদের আয়োজনও থাকে না। আর চলচ্চিত্রের প্রচারে দেশের টিভি চ্যানেলগুলো উদাসীন। কলকাতা বা বলিউডে অনেক চ্যানেল রয়েছে শুধু ফিল্মভিত্তিক। সারাদিন তারা নতুন চলচ্চিত্রের ট্রেলার, গান প্রচার করে। এমন কিছু আমাদের দেশে নেই। এখানে কোনো টিভি চ্যানেল নতুন চলচ্চিত্রের সত্ত্ব কিনতে চায় না। কিন্তু অন্যান্য দেশে কোটি কোটি টাকা দিয়ে নতুন চলচ্চিত্রের কপিরাইট কিনে সেগুলো প্রচার করে টিভি চ্যানেল’ ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে এ কথা বলেন চিত্রনায়ক শাকিব খান। রাজধানীর এক অভিজাত হোটেল চলচ্চিত্রের মহরত হয় মঙ্গলবার সন্ধ্যার পরে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন শাহীন সুমন। আর এতে অভিনয় করবেন শাকিব খান ও বুবলী। এ ছাড়াও সুচিস্মিতা মৃদুলা নামে আরেকজন অভিনেত্রী এতে অভিনয় করবেন। চলচ্চিত্রটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এর কন্টেন্ট পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজি। চলচ্চিত্রের মহরতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শাকিব খান। আলাপে আলাপে শাকিব বলেন, ইন্ডাস্ট্রির মন্দাবস্থার পেছনে মানহীন সিনেমা হলও দায়ী। সরকারকে এদিকে বিশেষ নজর দিতে হবে। এই প্রেক্ষিতে দেশের সেরা নায়ক ও একজন প্রযোজক হিসেবে শাকিব খান ব্যক্তিগত উদ্যোগে কিছু হলের উন্নয়নে কাজ কেন করেন না জানতে চাইলে তিনি জবাব দেন, সিনেমা হলের উন্নয়নে অনেকেই কাজ করছে। লাইভ টেকনোলজিও বেশ কিছু পরিকল্পনা করেছে। সেখানে আমাকেও তারা জড়িত রেখেছে। দেখা যাক কী হয়। সাংবাদিকদের অন্য এক প্রশ্নে নিজের সাম্প্রতিক কাজ নিয়ে শাকিব খান বলেন, ‘ক্যাপ্টন খান লাস্ট’ লটের শূটিং চলছে। চমৎকার চলচ্চিত্র। এর মানও দারুণ। ওয়াজেদ আলী সুমন দারুণ একজন নির্মাতা। আর শাহীন সুমন ভাইয়ের সঙ্গে আজ নতুন একটি কাজ শুরু করলাম। তাছাড়া এসকে মুভিজের সঙ্গে অনেকগুলো কাজের পরিকল্পনা চলছে। দেশের অনেকগুলো চলচ্চিত্রের ব্যপারেও কথা চলছে। আমি আর একটিও মানহীন কাজ করতে চাই না। এখন থেকে যে কাজগুলো হবে প্রত্যেকটাই ভালো হবে। নিজের প্রযোজনা নিয়ে শাকিব জানান, আমার প্রযোজনাও অব্যাহত থাকবে। এই মুহূর্তে নির্মাণ করতে যাচ্ছি ‘প্রিয়তমা’ নামের একটি সিনেমা। হিমেল আশরাফ পরিচালনা করবে চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের বুবলীই প্রিয়তমা । এর গল্পটা জোশ। শুনে মনে হলো অনেক দিন পরে একটি সিনেমার গল্প আমাকে ভাবিয়েছে, আমাকে কাঁদিয়েছে। আমার মনে হয়েছে আমি এটি করতে চাই। শামীম আহমেদ রনিও একটি চলচ্চিত্রের গল্প লিখছে। আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই হবে। বাইরের ইন্ডাস্ট্রিতে বড় চলচ্চিত্রে কাজ করে আমি যতটুকুই শিখছি। আমি আমার এখানে যে গ্যাপগুলো আছে সেগুলো পূরণের চেষ্টা করছি।
×