ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাল আমদানির এলসিতে কড়াকড়ি

প্রকাশিত: ০৪:১৫, ২৮ জুন ২০১৮

চাল আমদানির এলসিতে কড়াকড়ি

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থনৈতিক রিপোর্টার দেশে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক ও চাল উৎপাদকরা যেন ধানের ন্যায্যমূল্য পায় তা নিশ্চিতে চাল আমদানির ঋণপত্র (এলসি) খোলায় শর্ত জুড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, চাল আমদানির ক্ষেত্রে ঋণ ঝুঁকি বিবেচনায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করে ঋণপত্র খোলতে হবে। তবে কোন অবস্থায় শূন্য মার্জিনে চালের ঋণপত্র যাবে না বলে নির্দেশ দিয়েছে ব্যাংকগুলোর এ নিয়ন্ত্রক সংস্থা। এতদিন চাল আমদানিতে শূন্য মার্জিনে ঋণপত্র খোলার সুযোগ ছিল। বিআরপিডি সার্কুলারে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের আবহাওয়া ধান চাষের অনুকূলে থাকায় চলতি বছর ধানের উৎপাদন সন্তোষজনক হয়েছে। বাংলাদেশ সফরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দক্ষিণ এশিয়ার সিইও স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর আসিয়ান ও দক্ষিণ এশিয়ার রিজিওনাল সিইও জুডি সু সম্প্রতি প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে ঢাকায় আসেন। জুডির সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর আসিয়ান এবং দক্ষিণ এশিয়ার রিজিওনাল চীফ অপারেটিং অফিসার রোসালিন্ড এনজি ছিলেন। দুই দিনের ঢাকা সফরে জুডি রেগুলেটর, ক্লায়েন্ট এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাত করেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “আমাদের ১১৩ বছরের কার্যক্রমে, বাংলাদেশের অসাধারণ অগ্রগতির একটি অংশ হয়ে উঠেছে। জুডির এই সফরটি ব্যাংকের গ্লোবাল ফুটপ্রিন্টে আমাদের আন্তর্জাতিক নেটওয়ার্কে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরে।-বিজ্ঞপ্তি
×