ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবদুল আজিজ

বিজয়লক্ষ্মী নারী

প্রকাশিত: ০৪:০৩, ২৮ জুন ২০১৮

বিজয়লক্ষ্মী নারী

বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ॥ সম্প্রতি মালয়েশিয়ায় নারী এশিয়া টি টুয়েন্টি কাপ-২০১৮, পরাশক্তি ৬ বারের বিজয়ী দল ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। পুরুষ ক্রিকেটাররা যা আনতে পারেনি তা এনে দেখিয়েছে সালমারা অর্থাৎ বাংলাদেশের নারী। এ আমাদের বাংলাদেশের মানুষের কাছে অহঙ্কার, খুশি এবং ঐতিহাসিক জয়ের খবর। পাশাপাশি গর্বের। নারীরা যে এগিয়েছে বা এগিয়ে যাচ্ছে আবার বাধা পাচ্ছে খোদ পরিবার থেকে তার জ্বলন্ত উদাহরণ বর্তমান নারী দলের সদস্যদের কাছে খোঁজ নিলে হয়তবা পাওয়া যেতে পারে। ‘ভাত ও ভাতার’ এই শব্দ দুটি দিয়ে পেঁচিয়ে আমাদের সমাজে গ্রামীণ নারীদের বন্দী করে রাখা হয়। তাদের শিক্ষা, ক্রীড়া থেকে দূরে এবং বিবাহের খুব কাছে ঠেলে দেয়া হয়। হারিয়ে ফেলি বহু প্রতিভাবান দের, নারীদের মধ্যে তো তৈরি হচ্ছে আজকের বাংলাদেশের আনাচেকানাচে নারী ক্রিকেট দল। ফতোয়াবাজ পুরুষ ও সমাজের বিরুদ্ধে তাদের প্রতিবাদ শিক্ষা ও ব্যাট এবং বল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের পূর্বের হারের বিষয় নিয়ে প্রথম সমালোচনা তারা নারী, তারা লাজুক, শক্তিশালী নয়। তারা পারবে না। কথায় আছে একবার না পারিলে দেখ শতবার। বাংলাদেশের নারীরা পেরেছে, দেখিয়েছে এবং বাংলাদেশকে এনে দিয়েছে সম্মান সুনাম, তোমাদের স্যালুট। আজাইপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে
×