ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে বাস ও থ্রি-হুইলার সংঘর্ষে সাবেক ইউপি-সদস্য নিহত

প্রকাশিত: ০০:৩৯, ২৭ জুন ২০১৮

গোপালগঞ্জে বাস ও থ্রি-হুইলার সংঘর্ষে সাবেক ইউপি-সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে বাস ও থ্রি-হুইলার (মাহেন্দ্রর) সংঘর্ষে থ্রিহুইলার যাত্রী সাবেক ইউপি-সদস্য সোনা মোল্লা (৫৮) নিহত হয়েছেন। দূর্ঘটনায় দু’ শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে। থ্রি-হুইলারের চালক মোশাররফ মিনাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিক্যালে পাঠানো হয়েছে। কলেজ শিক্ষার্থী সাকিব মোল্লা (১৭) ও রতœাকে (১৭) গোপালগঞ্জ আড়াই’শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে খেলনা ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে। নিহত সোনা মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য ও কাঠি গ্রামের মৃত মোতালেব মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসটি গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাচ্ছিল। বাসটি বেপরোয়া গতিতে থ্রি-হুইলাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোনা মোল্লা হিনত হন এবং বাকীরা আহত হন। গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
×