ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাবির ২০১৮-১৯ অর্থবছরে বাজেট একশত ৩০কোটি ৪৫লক্ষ টাকা

প্রকাশিত: ২২:২১, ২৭ জুন ২০১৮

শাবির ২০১৮-১৯ অর্থবছরে বাজেট একশত ৩০কোটি ৪৫লক্ষ টাকা

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বরাদ্দ হয়েছে একশত ৩০কোটি ৪৫ লক্ষ টাকা, যা গত অর্থবছরের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১’র কনফাররেন্স রুমে সাংবাদিকদের সামনে এ বাজেট ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। এ অর্থবছরের বাজেটে বেতন ভাতাদি খাতে ৮০ কোটি ৪৫ লক্ষ টাকা, সরবরাহ ও সেবা খাতে ২৩ কোটি টাকা, মেরামত ও সংরক্ষণে দুই কোটি টাকা, গবেষণায় দুই কোটি ৯০ লক্ষ টাকা, পেনশন খাতে ১২ কোটি ৬০ লক্ষ টাকা, মুলধন মঞ্জুরী খাতে ১১ কোটি ৪৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত ২০১৭-১৮ অর্থবছরে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার সময়ে বাজেট ছিল একশত তিন কোটি ৬১ লক্ষ টাকা; যা এবার ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে একশত ৩০কোটি ৪৫ লক্ষ টাকা। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আগের তুলনায় আমাদের বাজেট একটু বৃদ্ধি পেয়েছে। তাই এখন আমরা একটু কমফর্ট ফিল করব। একটু স্বচ্ছল থাকব। আর্থিক দিক থেকে স্বচ্ছ থাকায় ইউজিসি আমাদের প্রতি আস্থাশীল। তারা আমাদের উপর বিশ্বাস রাখেন; আমরা টাকার অপচয় করব না। আমরা সামনে অর্থবছরে বাজেট আরো বৃদ্ধির জন্য ইউজিসির কাছে আবেদন করব।
×