ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ ষোলতে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স

প্রকাশিত: ১৯:২২, ২৭ জুন ২০১৮

শেষ ষোলতে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স

অনলাইন ডেস্ক ॥ সব শঙ্কা দূর করে রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘ডি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। এবার শেষ ষোলতে আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘সি’র চ্যাম্পিয়ন ফ্রান্সের। আর ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক। ‘ডি’ গ্রুপ থেকে টানা তিন ম্যাচ জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ক্রোয়েশিয়া। আর তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থান পায় আর্জেন্টিনা। অপরদিকে গ্রুপ ‘সি’ থেকে ফ্রান্স অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু করে। পরে পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে অবশ্য ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র করে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। আর ডেনমার্ক পেরুর বিপক্ষে জয় দিয়ে শুরু করে। কিন্তু পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোলশূন্য ড্র করেই দ্বিতীয়স্থান লাভ করে। আগামী ৩০ জুন কাজান এরিনায় বাংলাদেশ সময় রাত ৮টায় নকআউট পর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। আর ১ জুলাই রাত ১২টায় নিঝনি নভগোরদে ক্রোয়েশিয়ার বিপক্ষে নামবে ডেনমার্ক।
×