ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদে শিশু আইন সংশোধনসহ দু’টি বিল উত্থাপন

প্রকাশিত: ০৬:০১, ২৭ জুন ২০১৮

সংসদে শিশু আইন সংশোধনসহ দু’টি বিল উত্থাপন

সংসদ রিপোর্টার ॥ বিদ্যমান শিশু আইন ২০১৩-এর কয়েকটি ধারার সংশোধনের প্রস্তাব করে জাতীয় সংসদে শিশু (সংশোধন) বিল, ২০১৮ উত্থাপন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বিলটি উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে। এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল নামের নতুন একটি আইন সংসদে উত্থাপন করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপিত শিশু সংশোধন বিলে বিদ্যমান আইনের ধারা ২-এর ১৬ দফার পর ম্যাজিস্ট্রেট অর্থ ফৌজদারি কার্যবিধির ধারা ৬-এর উপধারা (৩) এ উল্লেখিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যার অপরাধ আমলে গ্রহণ করার ক্ষমতা রয়েছে শীর্ষক নতুন ১৬ ক দফা প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া একই ধারার দফা ১৮-এর পরিবর্তে শিশু আদালত অর্থ ধারা ১৬ এ উল্লেখিত কোন আদালত প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়। বিলে বিদ্যমান আইনের ধারা ১৫ উল্লেখিত পুলিশ রিপোর্ট বা অনুসন্ধান প্রতিবেদন সম্পর্কিত নতুন ১৫ ধারা প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়। এছাড়া বিদ্যমান আইনের ধারা ১৫-এর পর মামলা স্থানান্তর সম্পর্কিত বিধান সম্বলিত নতুন ১৫ ক ধারা সন্নিবেশের প্রস্তাব করা হয়। এছাড়া বিলে বিদ্যমান আইনের ধারা ৫৮, ৮১ ও ৯৪ বিলুপ্তির প্রস্তাব করা হয়। পাশাপাশি এ বিলের বিধান কার্যকর হবার অব্যবহিত পূর্বের জন্য শিশু আদালতের মামলা স্থানান্তর সম্পর্কে ক্রান্তিকালীন বিধানের প্রস্তাব করা হয়েছে। দেবোত্তর সম্পত্তি উদ্ধারে নতুন বিল ॥ দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণসহ হিন্দু ধর্মীয় প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ধর্মীয় শাস্ত্র ও সংস্কৃতির প্রচার ও প্রসার, তীর্থস্থান ভ্রমণে সহায়তার লক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল সংসদে উত্থাপিত হয়েছে। বিলের সঙ্গে আর্থিক ব্যয়ের বিষয় জড়িত থাকায় বিধি মোতাবেক রাষ্ট্রপতির সুপারিশ পাওয়া গেছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিলটি উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
×