ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই শতাধিক কেন্দ্রে অনিয়ম হয়েছে ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৫৮, ২৭ জুন ২০১৮

দুই শতাধিক কেন্দ্রে অনিয়ম হয়েছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দুইশতাধিক কেন্দ্রে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে কয়েক দফা সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, গাজীপুরে জাল ভোটের মহোৎসব হলেও নির্বাচন কমিশন ছিল নির্বিকার। রিজভী বলেন, নির্বাচন কমিশন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের সঙ্গে প্রতারণা করেছে। তারা সরকারের নীল নক্সা বাস্তবায়নে মূল কা-ারি হয়ে জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে। যার ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আওয়ামী লীগের লোকেরা ভোটকেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মেরেছে। আর ধানের শীষের পক্ষে মনোনীত এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। রিজভী বলেন, গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমরা বার বার যে আশঙ্কা করছিলাম তারই প্রতিফলন হয়েছে। অনেক কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরেছে। ৩, ১৫, ১৭, ৩১, ৩৫, ৩৭, ৪২ ও ৪৯ নং ওয়ার্ডসহ বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির মেয়র প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে। অস্ত্র ও পুলিশের হুমকির মুখে এসব কাজ করেছে ক্ষমতাসীনরা। মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকারের প্রধান নির্বাচনী এজেন্ট সোহরাবউদ্দিন এসব বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার পাননি। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রিজভী বলেন, পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের ক্যাডারের ভূমিকা পালন করছে। বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকারকে তুচ্ছ বলে মনে করে। আওয়ামী লীগ নিজেদের চেতনার লোকদের পুলিশে ঢুকিয়েছে। এসব পুলিশই এখন আওয়ামী লীগের ক্যাডারের ভূমিকা পালন করছে। রিজভী বলেন, ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের গ্রেফতার করা হয়েছে। আর ভোটের আগেই বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব) মিজানুর রহমানকে গভীর রাতে গুলশানের বাসার দরজা ভেঙ্গে গ্রেফতার করা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, গণতন্ত্রে স্পেস যতটুকু সম্ভব রক্ষা করার তাগিদে আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেই। কিন্তু সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকায় আমরা হতাশ হয়েছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেডএম জাহিদ হোসেন, এ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, সহপ্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন প্রমুখ। আজ ২০ দলীয় জোটের বৈঠক ॥ আজ বুধবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক। বিকেল ৪ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানে কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সিটি কর্পোরেশন নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।
×