ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে সংঘর্ষে আহত ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৪:২৫, ২৭ জুন ২০১৮

নরসিংদীতে সংঘর্ষে আহত ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত স্কুলছাত্র মেহেদী হাসান (১৪) মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। জানা গেছে, রবিবার বিকেলে নরসিংদী সদর উপজেলার শাহে প্রতাপ এলাকার কিশোররা ক্রিকেট খেলার আয়োজন করে। এ সময় ক্রিকেট খেলার মাঠে পাশে দাঁড়িয়ে থাকা এক কিশোরের শরীরে ক্রিকেট বল লেগে আঘাতপ্রাপ্ত হয় এ নিয়ে দু’দলের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও এরই জের ধরে সোমবার সন্ধ্যায় প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মেহেদী হাসানসহ ৮ জন আহত হয়। আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করার পর আশঙ্কাজনক অবস্থায় মেহেদী হাসানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর মঙ্গলবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ভুয়া দলিলে ঋণ ॥ বিদ্যুত কর্মকর্তার বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৬ জুন ॥ জমি ক্রয়ের ভুয়া বায়নানামা দলিল দেখিয়ে ১০ লাখ টাকার ঋণ নেয়ার অভিযোগে পাবনা পল্লীবিদ্যুত সমিতি-২ কাশিনাথপুরের সাবেক মহাব্যবস্থাপক নিতাই কুমার সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সাঁথিয়া থানায় এ মামলা দায়ের হয়েছে। জানা গেছে, নাটোর বনপাড়া পল্লীবিদ্যুত সমিতি-২ এর বর্তমান মহাব্যবস্থাপক নিতাই কুমার সরকার কাশিনাথপুর পল্লীবিদ্যুত সমিতির কর্মকর্তা থাকাকালে ২০১২ সালে ১০ লাখ টাকার ঋণের আবেদন করেন। ঋণের আবেদনে সে সময় রাজশাহীর গোদাগাড়ী সাবরেজিস্ট্রি অফিস থেকে জমি ক্রয়ের বায়নানামা দলিল নং-২৮৩৭, তাং-১-৪-২০১১ দাখিল করেন। এরপর তিনি ৮ জানুয়ারি ২০১২ সালে পল্লীবিদ্যুত সমিতি থেকে ১০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ওই কর্মকর্তা ভুয়া দলিলের মাধ্যমে ঋণ গ্রহণের অভিযোগ দায়ের হলে সংশ্লিষ্ট বিভাগ গোদাগাড়ী সাবরেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে এ ভুয়া দলিলের বিষয়ে নিশ্চিত হয়।
×