ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন হাজার শিক্ষার্থীর বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন

প্রকাশিত: ০৩:৪৫, ২৬ জুন ২০১৮

তিন হাজার শিক্ষার্থীর বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় প্রায় তিন হাজার শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করেছে। মঙ্গলবার সকাল ১০টায় গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এই লাল কার্ড প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আকতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, গজারিয়া থানার ওসি হারুন অর রশিদ ও লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম প্রমুখ। পরে সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেমকে ধারন করে সবুজ কার্ড প্রদশনের মাধ্যমে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক নিয়ে শিক্ষার্থীদের সাথে উন্মক্ত আলোচনা সভার মাধ্যমে আয়োজনে সমাপনী টানা হয়। উল্লেখ্য লাল সবুজ উন্নয়ন সংঘের ভ্রাম্যমান কার্যক্রমটি চলতি সনের ৮মার্চ পঞ্চগড় জেলার তেতুলিয়া থেকে শুরু হয়ে আজ ৩৯তম জেলা মুন্সীগঞ্জের গজারিয়ায় আয়োজন করা হলো।
×