ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরান-মরক্কোর বিদায়

দ্বিতীয় রাউন্ডে স্পেন-পর্তুগাল

প্রকাশিত: ০৯:২২, ২৬ জুন ২০১৮

দ্বিতীয় রাউন্ডে স্পেন-পর্তুগাল

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল স্পেন আর পর্তুগাল। স্পেন ২-২ গোলে মরক্কোর সঙ্গে আর পর্তুগাল ১-১ ব্যবধানে ড্র করে ইরানের সঙ্গে। কিন্তু স্পেন আর পর্তুগালের দুই দলেরই পয়েন্ট ৫ হওয়ায় গ্রুপ পর্বেও বাধা পেরিয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে। কালিনিনপ্রাদে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকে স্পেন-মরক্কো। কিন্তু ম্যাচের ১৪ মিনিটেই পিছিয়ে পড়ে স্পেন। দারুণ এক গোল করে মরক্কোকে এগিয়ে দেন খালিদ বৌতাইব। তবে এগিয়ে যাওয়ার এই উচ্ছ্বাস খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মরক্কো। ১৯ মিনিটেই যে ইস্কোর গোলে সমতায় ফেরে লা রোজারা। দলের প্রাণভোমরা আন্দ্রেস ইনিয়েস্তার সহায়তায় গোল করে স্প্যানিশ শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন ইস্কো। এরপরও আক্রমণ চালিয়ে যায় ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ীরা। কিন্তু প্রতিপক্ষের জাল খুঁজে পাননি কস্তা-সিলভারা। এর ফলে ১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় স্পেন-মরক্কো। বিরতির পরও লড়াই চলে সমানে সমান। ৮১ মিনিটে গোল করে মরক্কোকে আবারও এগিয়ে দেন এন নেসিরি। কিন্তু অতিরিক্ত সময়ের ৯০+১ মিনিটে ইয়াগো আসাপসা গোল করে রক্ষা করেন স্পেনকে। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে দ্বিতীয় রাউন্ডের টিকেট কাটে স্পেন। সারানস্কে ‘বি’ গ্রুপে দিনের আরেক ম্যাচে ইরানের মুখোমুখি হয় পর্তুগাল। এই ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। প্রথমার্ধের ৪৫ মিনিটে দারুণ এক গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রিকার্ডো কুয়ারেসমা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফার্নান্দো সান্তোসের দল। তবে দ্বিতীয়ার্ধেই গোল ব্যবধান দ্বিগুন করার সুযোগ পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু পেনাল্টির সেই সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি সিআর সেভেন। লিওনেল মেসির পর আরেক মহাতারকা রোনাল্ডোও ব্যর্থ হলেন এবারের বিশ্বকাপে পেনাল্টিতে গোল করতে। তবে অতিরিক্ত সময়ের ৯০+৩ মিনিটে পেনাল্টিতে গোল করে ইরানকে সমতায় ফেরান আনসারিফার্ড। কিন্তু তাতেও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়া হয়নি ইরানের। তিন ম্যাচ ১ জয় আর দুটি ড্র করে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় পর্তুগাল। গ্রুপ ‘বি’ দল খেলা জয় ড্র হার গোল পয়েন্ট স্পেন ৩ ১ ২ ০ ৬/৫ ৫ পর্তুগাল ৩ ১ ২ ০ ৫/৪ ৫ ইরান ৩ ১ ১ ১ ২/২ ৪ মরক্কো ৩ ০ ১ ২ ২/৪ ১
×