ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় বিদ্যুত বিভাগের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫৬, ২৬ জুন ২০১৮

গাইবান্ধায় বিদ্যুত বিভাগের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ২৫ জুন, গাইবান্ধা ॥ বিদ্যুত বিভাগের সীমাহীন অনিয়ম এবং গ্রাহকদের হয়রানি ও সেচ পাম্পের অতিরিক্ত বিল প্রত্যাহারসহ অতিরিক্ত বিল বাতিল এবং বসতবাড়ির অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে বিদ্যুত গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জেলা শাখার উদ্যোগে সোমবার গাইবান্ধা পৌরসভা শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জেলা সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টির জেলা নেতা মাসুদার রহমান মাসুদ, সংগঠনের সাধারণ সম্পাদক আনাউর রহমান, আহমাদুর রহিম, মাহবুবর রহমান সুমন, দফতর সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল হালিম, সাইফুল ইসলাম, সাকা মিয়া প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে পিডিবি চেয়ারম্যান বরাবরে গাইবান্ধার ডিভিশন-১ ও ডিভিশন-২ এর বিদ্যুত বিভাগ কর্তৃক সংঘটিত অনিয়ম-দুর্নীতি প্রতিকারের দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
×