ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তবু দলের নৈপুণ্যে সন্তুষ্ট না ইংলিশ কোচ সাউথগেট

প্রকাশিত: ০৬:৫৫, ২৬ জুন ২০১৮

তবু দলের নৈপুণ্যে সন্তুষ্ট না ইংলিশ কোচ সাউথগেট

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বিশ্বকাপে কেউ ইংল্যান্ডকে নিয়ে কোন আলোচনাই করেননি। একজন মহা তারকাও নেই দলে। কিন্তু সবার অগোচরে থেকে ঠিকই নিজেদের শক্তির প্রমাণ দিচ্ছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে চোখ ঝলসে দিয়েছেন ইংলিশ ফুটবলাররা। ৬-১ গোলের বিশাল জয় তুলে নিয়েছে। বিশেষ করে অধিনায়ক হ্যারি কেন এখন যেকোন প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছেন সাক্ষাত আতঙ্কের নাম। প্রথম ম্যাচে দুটি এবং দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি। দুই ম্যাচ খেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে। খেলোয়াড়দের উদ্ভাসিত এই নৈপুণ্যের পরও কোচ গ্যারেথ সাউথগেট পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না। তিনি মনে করছেন আরও উন্নতির প্রয়োজন আছে। বিশ্বকাপ শুরুর আগে হ্যারি কেনকে নিয়ে আলোচনা কিছুটা ছিল। কিন্তু দুই ম্যাচ যাওয়ার পর এখন তিনিই আলোচনায় শীর্ষে। কারণ, বিশ্বকাপের সর্বকনিষ্ঠ এ অধিনায়ক দুই ম্যাচে একাই করেছেন ৫ গোল। ইংল্যান্ড দলটিও যেন এখন হাওয়ায় ভাসছে দুই ম্যাচে জয় তুলে নিয়ে। কিন্তু কোচ সাউথগেট বললেন,‘আমি কিছু কিছু ক্ষেত্রে পারফর্মেন্সটা তেমন পছন্দ করতে পারছি না। হয়তো আমি কিছুটা অতিরিক্ত জটিলতা নিয়ে ভাবছি। কিন্তু সত্যি বলতে কি আমি শুরুটা নিয়ে তেমন সন্তুষ্ট হতে পারছি না। শেষ মুহূর্তে যে গোলটি হজম করেছি সেটাও মানতে পারছি না। যদিও মাঝের সময়ে আমরা বেশ ভাল করেছি।’ সাউথগেট কথা বলছিলেন ম্যাচ শেষে হ্যারি কেনের হ্যাটট্রিক, জন স্টোনসের জোড়া গোল ও জেসি লিনগার্ডের একটি গোল নিয়ে। এই মুহূর্তে ৬ পয়েন্ট করে নিয়ে ‘জি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বেলজিয়াম ও ইংল্যান্ড। গোল দেয়া, হজম করা এবং গোল পার্থক্যও সমান। এরপরও শীর্ষে আছে ইংল্যান্ড মাত্র দুই হলুদ কার্ড দেখায়। বেলজিয়াম ৩টি হলুদ কার্ড দেখেছে বলে তারা দ্বিতীয় স্থানে। এ দুটি দল এখন শীর্ষস্থান নিশ্চিতের লড়াইয়ে বৃহস্পতিবার কালিনিনগ্রাদে মুখোমুখি হবে। ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়াতে অনেকটাই ভারমুক্ত। তবে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি নিয়ে বেশ গুরুত্ব দিয়েই ভাবছেন সাউথগেট। শেষ গ্রুপ ম্যাচে সাইডবেঞ্চে বসে থাকাদের সুযোগ করে দেয়ার বিষয় নিয়ে তিনি বলেন,‘আমি ছন্দটা ধরে রাখতে চাই। আমরা যে দলটি নিয়ে নামব সেটা নিয়ে এখনও ভাবছি। যাদের একটি ম্যাচ খেলা প্রয়োজন তাদের জন্য এটা দারুণ সুযোগ। অনেকেই খেলেননি এখন পর্যন্ত, তাদের সুযোগ পাওনা। কিন্তু আরেকটি বিষয় নিয়েও ভাবছি যে আমরা জয়ের ধারাটা অব্যাহত রাখতে চাই।’ এর আগে বিশ্বকাপে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয় ৩-০ গোলের ছিল। সেটাকে পেছনে ফেলেছে তারা পানামার বিপক্ষে ৬-১ গোলের জয় তুলে নিয়ে। সাউথগেট বলেন, ‘আমি শুরুর দিকে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। সবমিলিয়ে রক্ষণভাগে তারা ৬ জন রেখেছিল এবং ৩ জনকে মধ্যমাঠে। কিন্তু যখন আমরা সেটা ভেঙ্গে ফেলার কৌশলটা বের করে ফেলেছি তখন আমরা সত্যিই খুব দারুণ খেলেছি। দ্বিতীয়ার্ধের সময় আমরা আরেকটি গোল করা নিয়ে আলোচনা করছিলাম গ্রুপ শীর্ষে থাকার জন্য। সে কারণে শেষ পর্যায়ে গোল খাওয়াটা আমাদের জন্য হতাশাজনক। তবে গোল করার ক্ষেত্রে এখন দলের সবার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। লিনগার্ডের জন্য অনেক বড় মুহূর্ত গোল করাটা এবং অধিনায়ক কেনের হ্যাটট্রিকটা তার জন্য খুবই ভাল ব্যাপার।’
×