ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাবি ভিসির বাসায় হামলার মামলায় তদন্ত প্রতিবেদন ২৩ জুলাই

প্রকাশিত: ০৬:১৫, ২৬ জুন ২০১৮

ঢাবি ভিসির বাসায় হামলার মামলায় তদন্ত প্রতিবেদন ২৩ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো ও অন্যান্য নাশকতায় ঘটনায় দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্তকারী কর্মকর্তারা কোন প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী পরবর্তী এ তারিখ ঠিক করে দেন। উল্লেখ্য, সরকারী চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ৮ এপ্রিল রাত ১টার দিকে সহ¯্রাধিক বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙ্গে ফেলে এবং দেয়াল টপকে বাসায় ঢুকে ভাংচুর করে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। এ ছাড়া বাসভবনের আশপাশেও একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই ঘটনায় ১০ এপ্রিল উপাচার্যের বাড়িতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে অপর তিনটি মামলা দায়ের করেন।
×