ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজান জঙ্গী হামলার তদন্ত প্রতিবেদন ২৬ জুলাই

প্রকাশিত: ০৬:১৩, ২৬ জুন ২০১৮

হলি আর্টিজান জঙ্গী হামলার তদন্ত প্রতিবেদন ২৬ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গী হামলা মামলায় তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ২৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে প্রতিবেদন জমা না দেয়ায় এই আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক এ প্রতিবেদন জমা না দেয়ায় আদালত এই নতুন দিন ধার্য করেন। উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশান এলাকায় হলি আর্টিজান রেস্তরাঁয় সন্ত্রাসীরা হামলায় বিদেশী, পুলিশসহ ২২ নিহত হয়। ২ জুলাই সকালে যৌথবাহিনী কমান্ডো অভিযান চালায়। এতে ৫ হামলাকারী নিহত হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে। ৪ জুলাই নিহত ৫ জঙ্গীসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করা হয়।
×