ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে সাতক্ষীরা নেত্রকোনায় ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:১০, ২৬ জুন ২০১৮

বজ্রপাতে সাতক্ষীরা নেত্রকোনায় ৫ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতে সাতক্ষীরা ও নেত্রকোনায় পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছে।- খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় পৃথক দুটি বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আটজন। সোমবার দুপুরে সাতক্ষীরা সদরের বৈকারি ও শ্যামনগরের গুমনতলী গ্রামে এ ঘটনটি ঘটে। বজ্রপাতে যারা মারা গেছেন তারা হলেন, সদরের বৈকারি গ্রামের আব্দুস সালামের ছেলে সাজু হোসেন (২৫), শ্যামনগরের গুমনতলী গ্রামের শ্রীকান্ত দাশের স্ত্রী জোৎসা ম-ল (৩৫) ও মুজিদ মোল্লার স্ত্রী জিন্নাহতুননেছা (৩২)। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গুমনতলী মৎস্য সেটে নারী শ্রমিকরা কাজ করছিল। এ সময় আকস্মিক বজ্রপাত হলে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ দিকে সদরের বৈকারি ইউপি চেয়ারম্যান আছাদুজ্জামান অসলে জানান, তিন-চারজন কর্মচারী নিয়ে সাজু তার নিজস্ব মৎস্য ঘেরে কাজ করছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে সে তার কর্মচারীদের নিয়ে বাড়ি আসার সময় আকস্মিক বজ্রপাতে সাজু হোসেন ঘটনাস্থলে নিহত ও আহত হন দুইজন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মোহনগঞ্জ (নেত্রকোনা) ॥ ভারি বর্ষণের সঙ্গে বজ্রপাতে উপজেলার গাগলাজুর ইউনিয়নের একই গ্রামের দুই মৎস্যজীবীর মৃত্যু এবং অপর তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে মৃতরা হলেন, করাচাপুর গ্রামের জাহের উদ্দিনের ছেলে মতিউর রহমান (৪০), তপর মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩০)। আহতরা হলেন, জিয়াউর রহমান (৩২), সুলতান (৩৫), ইমন (২২)। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টায় ডিঙ্গাপোতা হাওড়ে জালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হলে মতিউর রহমান ও উজ্জ্বল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। অপর তিনজন গুরুতর আহত। তাদের মধ্যরাতে মোহনগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
×