ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমানবন্দর থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ২৬ কিমি পাতাল রেল হবে

প্রকাশিত: ০৬:০৯, ২৬ জুন ২০১৮

বিমানবন্দর থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ২৬ কিমি পাতাল রেল হবে

সংসদ রিপোর্টার ॥ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঞ্চন সেতুর পশ্চিম পাড় পর্যন্ত সাড়ে ২৬ কিলোমিটার প্রথম পাতাল রেল নির্মিত হতে যাচ্ছে। পাতাল রেল নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। এ ছাড়া বিস্তারিত নক্সা প্রণয়নের জন্য গত বছরের ২৯ জুন উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী জানান, দেশের প্রথম পাতাল রেলটি হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুড়িল, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কমলাপুর এবং কুড়িল হতে কাঞ্চন সেতুর পশ্চিম পাড় পর্যন্ত। এর মোট দৈর্ঘ্য ২৬ দশমিক ৬০ কিলোমিটার। এতে মোট স্টেশন থাকবে ১৭টি। সেগুলো হলো- বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, নর্দা (যমুনা ফিউচার পার্ক), নতুন বাজার, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, রাজারবাগ, কমলাপুর এবং কুড়িল, বসুন্ধরা, মাস্তুল, পূর্বাচল পশ্চিম, পূর্বাচল সেন্টার ও পূর্বাচল টার্মিনাল। তিনি জানান, হেমায়েতপুর থেকে গাবতলী, কচুক্ষেত হয়ে বনানী, গুলশান এবং গাবতলী থেকে ধানম-ি, বসুন্ধরা সিটি হয়ে লিঙ্করোড পর্যন্ত সাড়ে ১৯ কিলোমিটার, আশুলিয়া, সাভার হয়ে গাবতলী, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কমলাপুর পর্যন্ত পাতাল রেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রুটের কাজটি বর্তমানে পরিকল্পনাধীন রয়েছে। সেতুমন্ত্রী জানান, বর্তমান সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত জনগুরুত্বপূর্ণ মেগা প্রকল্প পদ্মা সেতু ও ঢাকা সিটিতে মেট্রোরেল এ দুটি প্রকল্পের মধ্যে সেতু বিভাগের আওতাধীন পদ্মা সেতু প্রকল্পের ৫৫ শতাংশ ভৌত কাজ ইতোমধ্যে সম্পাদিত হয়েছে। তিনি জানান, রাজধানীর যানজট নিরসনে বর্তমান সরকার মেট্রোরেল নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে। অগ্রাধিকার প্রাপ্ত গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্পটি ৫টি রুটের মাধ্যমে নগরবাসীর সেবা প্রদান করবে। ওবায়দুল কাদের জানান, জাপানের সঙ্গে ক্রয়চুক্তির আওতায় মেট্রোরেলের জন্য মোট ২৪ সেট ট্রেন (প্রতি সেটে ৬টি কোচ অর্থাৎ ১৪৪টি রেল কোচ) সংগ্রহ করা হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে মোট ১৬টি স্টেশন থাকবে। সেগুলো হলো- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় এবং মতিঝিল। তিনি জানান, উক্ত রুটের কাজটি আগামী ২০১৯ সালে উত্তরা ৩য় পর্ব হতে আগারগাঁও পর্যন্ত আংশিক চালু হবে এবং ২০২০ সালে উত্তর ৩য় পর্ব হতে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত চালু হবে। সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, ১৬৬২ সালে সওজের প্রতিষ্ঠা লগ্নে মোট সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য ছিল ২৫শ’ কিলোমিটার। বর্তমানে এই দৈর্ঘ্য ২১ হাজার ৩০২ কিলোমিটার। তন্মধ্যে জাতীয় মহাসড়ক ৩ হাজার ৮১২ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৪ হাজার ২৪৬ কিলোমিটার এবং জেলা মহাসড়ক ১৩ হাজার ২৪২ কিলোমিটার।
×