ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে

প্রকাশিত: ০৬:০৬, ২৬ জুন ২০১৮

রাশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে

জিএম মোস্তফা ॥ দ্বিতীয় রাউন্ডের টিকিট আগেই নিশ্চিত করে ফেলে উরুগুয়ে আর স্বাগতিক রাশিয়া। সোমবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে একে অপরের মুখোমুখি হয় তারা। সামারা এরেনায় ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে উরুগুয়ে। প্রথমার্ধের ১০ মিনিটে ফ্রি-কিকে দুর্দান্ত এক গোল করে উরুগুয়েকে প্রথম এগিয়ে দেন দলের সেরা তারকা লুইস সুয়ারেজ। এগিয়ে গিয়েও দুর্বার উরুগুয়ে। ম্যাচের ২৩ মিনিটেই গোল ব্যবধান দ্বিগুন করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার নিজেদের জালেই বল জড়িয়ে দেন ডেনিস চেরিশেভ। দিয়েগো ল্যাক্সালতের বুলেট গতির শট চেরিশেভের পায়ে লেগে ঢুকে যায় রাশিয়ার জালে। ম্যাচের বয়স যখন ৩৬ মিনিট তখনই কপাল পুড়ে স্বাগতিক রাশিয়ার। প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে টানা দ্বিতীয় হলুদ কার্ড দেখেন স্মোলনিকোভ। এর ফলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। তবে রাশিয়ার দশজনের সঙ্গে প্রথমার্ধের বাকি সময়টাতে আর কোন গোলের দেখা পায়নি কাভানি-সুয়ারেজরা। এর ফলে ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলা রাশিয়া। দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কোন দলই। অবশেষে ম্যাচের ৯০ মিনিটে সুয়ারেজকে তৃতীয় গোল এনে দেন এডিনসন কাভানি। শেষ পর্যন্ত ৩-০ গোলে রাশিয়াকে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই ২০১৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করল উরুগুয়ে। দিনের অন্য ম্যাচে ভলগোগ্রাডে মিসরের মুখোমুখি হয় সৌদি আরব। যারা ইতোমধ্যেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে নেয়। এই ম্যাচটা তাই দুই দলের জন্য ছিল শুধুই নিয়ম রক্ষার। তারপরও এই ম্যাচ থেকে জয় নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করে দুই দল। তবে প্রথমার্ধের ২২ মিনিটেই প্রথম এগিয়ে যায় মিসর। দারুণ এক গোলে মিসরকে এগিয়ে দেন দলের সেরা তারকা মোহাম্মদ সালাহ। তবে প্রথমার্ধের ৪১ মিনিটেই সমতায় ফেরার সুযোগ পায় সৌদি আরব। ডি বক্সের ভেতর আলো ফাতহির হ্যান্ডবলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু সৌদি আরবের আলো মুওয়ালাদের পেনাল্টি শট রুখে দিয়ে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন মিসরের ৪৫ বছর বয়সী গোলরক্ষক এল হাদারি। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে খেলার রেকর্ডটাও এদিন নিজের করে নেন এই হাদারি। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৪৫+৬ মিনিটে আল ফারাজ পেনাল্টিতে গোল করে সৌদি আরবকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য সব ধরনের চেষ্টা করে দুই দল। কিন্তু প্রতিপক্ষের জাল খুঁজে পাচ্ছিল না কেউ। অবশেষে ম্যাচের অতিরিক্ত সময়ের ৯০+৫ মিনিটে দারুণ এক গোল করে সৌদি আরবকে সান্ত¡নার এক জয় উপহার দেন সেলিম আল দাউসারি।
×