ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কামাল লোহানীর জন্মদিন আজ

প্রকাশিত: ০৫:২৪, ২৬ জুন ২০১৮

কামাল লোহানীর জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার ॥ বহুমাত্রিক পরিচয়ের এক বরেণ্য ব্যক্তিত্ব কামাল লোহানী। স্বদেশের প্রতি দায়বদ্ধ এই মানুষটি একাধারে সাংবাদিক, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এছাড়াও তিনি ভাষা সংগ্রামী ও একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পরিচালিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেরও অন্যতম সংগঠক। আজ মঙ্গলবার তাঁর ৮৫তম জন্মদিন ও ৮৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘৮৫-তে কামাল লোহানী সম্মিলন উৎসব’ । এতে থাকছে তার কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র, পটের গান, স্মৃতিচারণ আর সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠান উদ্বোধন করবেন ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দার। ১৯৬০ সালে ‘দৈনিক সংবাদ’-এ যোগ দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। ১৯৮১ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রকাশনা পরিচালক, ১৯৯১ ও ২০০৮ সালে মোট দুই দফায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে কামাল লোহানী ছায়ানটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কামাল লোহানী ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। মার্কসবাদী আদর্শে ১৯৬৭ সালে গড়ে তোলেন ক্রান্তি শিল্পীগোষ্ঠী। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র সভাপতি ছিলেন চার বছর। বর্তমানে উদীচীর কেন্দ্রীয় কমিটির প্রথম সদস্য। পাশাপাশি তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা। বর্তমানে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লিখে চলেছেন। কামাল লোহানী সাংবাদিকতায় ২০১৫ সালে একুশে পদক লাভ করেন।
×