ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধারা বাংলাদেশের রক্ষাকবচ ॥ সুষমা স্বরাজ

প্রকাশিত: ০৫:২৪, ২৬ জুন ২০১৮

মুক্তিযোদ্ধারা বাংলাদেশের রক্ষাকবচ ॥ সুষমা স্বরাজ

‘বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের রক্ষাকবচ’ ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ তাঁর দিল্লীর সফদর জং রোডের বাসায় বাংলাদেশের বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিব নগর অফিসার এবং কর্মচারী সমিতির মহাসচিব মোহাম্মদ মুসার সঙ্গে সম্প্রতি এক সাক্ষাতকালে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ব্যক্ত করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জেনারেল ড. ভি কে সিং উক্ত সাক্ষাতকালে উপস্থিত ছিলেন। ’৭১ সালের মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে বাংলাদেশ বিকশিত ও শক্তিশালী হচ্ছে বলে উল্লেখ করে সুষমা স্বরাজ বলেন, ‘বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও ভারতের মিত্র বাহিনীর সম্মিলিত বীরত্বে এবং সম্মিলিত পুণ্য রক্তস্রোতে যে পরমতসহিষ্ণুতার পুণ্য মন্দিরসম বাংলাদেশ গড়ে উঠেছে, আমরা তাকে প্রণাম ও স্বাগত জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে জঙ্গীশক্তি নির্মূল করে বাংলাদেশ ক্ষিপ্রগতিতে অগ্রগতির উচ্চধাপে উঠে আসায় বিশ্ব নেতারা, বিশেষ করে, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ শেখ হাসিনার ও বাংলাদেশের দিকে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে আছে।’ শেখ হাসিনার নীতি ও আদর্শের ওপর তাঁদের গভীর আস্থা ব্যক্ত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের ও আমাদের এখন দেখার সময় তাঁর অব্যাহত নেতৃত্বে কোন স্তরের উচ্চতা থেকে মুক্তিযুদ্ধের গৌরবধন্য বাংলাদেশ কোন স্তরের উচ্চতায় উন্নীত হয়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তাঁর সুদৃঢ় আস্থা ও বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁর অকুণ্ঠ সমর্থন ও শ্রদ্ধা ব্যক্ত করায় মোহাম্মদ মুসা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর মুসা তাঁর লেখা মুক্তিযুদ্ধের বই ‘Bangladesh Wins Freedom’ তাকে উপহার দেন। -বিজ্ঞপ্তি
×